Ajker Patrika

মৌলভীবাজারে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৩

প্রতিনিধি, মৌলভীবাজার
আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২: ১৪
মৌলভীবাজারে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৩

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মারা গেছেন ৩ জন। আজ রোববার সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, জেলায় ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৫ শতাংশ; যা এর আগের দিন ছিল ৪৩ দশমিক ৫৯। সেই তুলনায় এক দিনের ব্যবধানে সংক্রমণ কমেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে একজন, বাকি দুজন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন; যাঁদের মধ্যে রাজনগরে ৪, কুলাউড়ায় ৩, বড়লেখায় ২, কমলগঞ্জে ৩, শ্রীমঙ্গলে ৭, জুড়ীতে ৪ ও সদর হাসপাতালের ৩০ জন রয়েছেন।

নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৭, শ্রীমঙ্গলের ৩, কুলাউড়ার ১১, কমলগঞ্জে ৪ ও রাজনগরে ৮ জন। জুড়ী ও বড়লেখায় নতুন শনাক্ত নেই। এ নিয়ে জেলায় ৪ হাজার ৭১৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৮ জনের মধ্যে জুড়ীর ১২, শ্রীমঙ্গলের ২৫, কমলগঞ্জের ২১ ও বড়লেখার ৪০ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত