Ajker Patrika

মৌলভীবাজারে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৩

প্রতিনিধি, মৌলভীবাজার
আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২: ১৪
মৌলভীবাজারে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৩

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মারা গেছেন ৩ জন। আজ রোববার সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, জেলায় ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৫ শতাংশ; যা এর আগের দিন ছিল ৪৩ দশমিক ৫৯। সেই তুলনায় এক দিনের ব্যবধানে সংক্রমণ কমেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে একজন, বাকি দুজন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন; যাঁদের মধ্যে রাজনগরে ৪, কুলাউড়ায় ৩, বড়লেখায় ২, কমলগঞ্জে ৩, শ্রীমঙ্গলে ৭, জুড়ীতে ৪ ও সদর হাসপাতালের ৩০ জন রয়েছেন।

নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৭, শ্রীমঙ্গলের ৩, কুলাউড়ার ১১, কমলগঞ্জে ৪ ও রাজনগরে ৮ জন। জুড়ী ও বড়লেখায় নতুন শনাক্ত নেই। এ নিয়ে জেলায় ৪ হাজার ৭১৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৮ জনের মধ্যে জুড়ীর ১২, শ্রীমঙ্গলের ২৫, কমলগঞ্জের ২১ ও বড়লেখার ৪০ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত