Ajker Patrika

মেডিকেল টেকনোলজিস্টকে রাস্তায় কুপিয়ে হত্যা 

হবিগঞ্জ প্রতিনিধি
মেডিকেল টেকনোলজিস্টকে রাস্তায় কুপিয়ে হত্যা 

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। 

এর আগে বিকেল ৪টার দিকে শহরের টাউন হল রোড এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।  

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। 

হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত