Ajker Patrika

লাউয়াছড়া বনে হারিয়ে যাওয়া দুই পর্যটককে ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২৩, ১১: ৪৫
লাউয়াছড়া বনে হারিয়ে যাওয়া দুই পর্যটককে ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল সোমবার দুপুরে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাত ৯টার দিকে তাঁদের উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকৃত দুই পর্যটক হলেন ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান (২৬)।

পর্যটকদের একজন ইয়ালিদুজ্জামান বলেন, ‘সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে যাই। বনের ভেতরে যাওয়ার পর বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়া বনের ভেতরে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না। অনেক কষ্ট করে বাড়িতে ফোন করি। পরে বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯-এ কল করার পর শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতরে পুলিশ ও স্থানীয় লোকজনকে পাই।’

শাহবাজ বিন আজমাত বলেন, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন অনেক ভয় পেয়ে যাই, কখন আবার বন্যপ্রাণী আক্রমণ করে বসে। পরে অন্ধকার হয়ে গেলে আমাদের উদ্ধার করা হয়। 

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের কাছে বিকেলে ৯৯৯-এ ফোন আসে—লাউয়াছড়া বনের ভেতর দুই পর্যটক পথ হারিয়ে ফেলেছেন। পরে আমরা তাঁদের রাত প্রায় ৯টার দিকে উদ্ধার করি।’

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, পথ হারিয়ে ফেলা দুজন ট্যুরিস্টকে রাতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত