প্রতিনিধি
সিলেট: সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ব্যাটারিচালিত রিকশা চালকদের হামলার ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) দুই নেতাসহ ৩০০ জনকে আসামি করে মামলা করেছে নগর কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাতে সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি এসএম আবু ফরহাদ।
এ বিষয়ে ওসি জানান, মামলায় বাসদ জেলা সদস্য ও শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, বাসদ সিলেট জেলা সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আবু জাফর ও জুবায়ের আহমদ চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ত্রাস সৃষ্টি করে নগরভবনে হামলা, ভাংচুর ও ১৫ লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশাগুলো নগরবাসীর জন্য হুমকি এবং এদের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডসহ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে মামলার এজাহারে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগর ভবনে হামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। আম্বরখানা থেকে লাল পতাকা নিয়ে মিছিল নিয়ে এসে তাঁরা এই হামলা করেন। নিশ্চয়ই সেখানে একটি পক্ষের ইন্ধন রয়েছে। এই ইন্ধনদাতাদের আসামি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিসিক। এ সময় কয়েকটি অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। অভিযানের প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
নগরীর আম্বরখানা থেকে রিকশা শ্রমিকদের একটি বিশাল মিছিল নগরভবনের গেটের সামনে অবস্থান নেয়। তারপর তাঁরা জোরপূর্বক নগরভবনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যরা তাদের বাধা দেন। এ ঘটনার খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান। এ সময় তাঁরা অতর্কিতে হামলা করেন। নগর ভবনের গেট লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।
এতে নগর ভবনে সেবা নিতে আসা এক নাগরিকসহ অন্তত পাঁচ জন আহত হন।
এ ঘটনার পর বিকেল ৪টায় সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় নগরভবনে অতর্কিত হামলা এবং জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানানো হয়। এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেট মহানগরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং টমটম চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও গোপনে মহানগরে এসব বাহন চলাচল করে। যা বন্ধে সিলেট সিটি করপোরেশন বারবার বিজ্ঞপ্তিও প্রকাশও করেছে। সভায় সিসিকের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও টমটম সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়। এ ছাড়া নগরের বৈধ রিকশা যাঁদের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে তাঁদের আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে সময় বেঁধে দেওয়া হয়।
সিলেট: সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ব্যাটারিচালিত রিকশা চালকদের হামলার ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) দুই নেতাসহ ৩০০ জনকে আসামি করে মামলা করেছে নগর কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাতে সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি এসএম আবু ফরহাদ।
এ বিষয়ে ওসি জানান, মামলায় বাসদ জেলা সদস্য ও শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, বাসদ সিলেট জেলা সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আবু জাফর ও জুবায়ের আহমদ চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ত্রাস সৃষ্টি করে নগরভবনে হামলা, ভাংচুর ও ১৫ লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশাগুলো নগরবাসীর জন্য হুমকি এবং এদের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডসহ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে মামলার এজাহারে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগর ভবনে হামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। আম্বরখানা থেকে লাল পতাকা নিয়ে মিছিল নিয়ে এসে তাঁরা এই হামলা করেন। নিশ্চয়ই সেখানে একটি পক্ষের ইন্ধন রয়েছে। এই ইন্ধনদাতাদের আসামি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিসিক। এ সময় কয়েকটি অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। অভিযানের প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
নগরীর আম্বরখানা থেকে রিকশা শ্রমিকদের একটি বিশাল মিছিল নগরভবনের গেটের সামনে অবস্থান নেয়। তারপর তাঁরা জোরপূর্বক নগরভবনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যরা তাদের বাধা দেন। এ ঘটনার খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান। এ সময় তাঁরা অতর্কিতে হামলা করেন। নগর ভবনের গেট লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।
এতে নগর ভবনে সেবা নিতে আসা এক নাগরিকসহ অন্তত পাঁচ জন আহত হন।
এ ঘটনার পর বিকেল ৪টায় সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় নগরভবনে অতর্কিত হামলা এবং জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানানো হয়। এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেট মহানগরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং টমটম চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও গোপনে মহানগরে এসব বাহন চলাচল করে। যা বন্ধে সিলেট সিটি করপোরেশন বারবার বিজ্ঞপ্তিও প্রকাশও করেছে। সভায় সিসিকের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও টমটম সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়। এ ছাড়া নগরের বৈধ রিকশা যাঁদের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে তাঁদের আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে সময় বেঁধে দেওয়া হয়।
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে