চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটের গরু চুরির অপবাদে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গত ৪ মার্চ আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে নির্যাতনের ঘটনা ঘটে। তবে তাঁরা বিষয়টি জানতেন না। গতকাল বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তখন বিষয়টি নজরে আসে।
নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতেই তাঁদের বিরুদ্ধে নির্যাতিত শিশুদের নানি আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ পাঁচজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মো. মনফর উল্ল্যার স্ত্রী মোছা. মনিনা খাতুন (৩৮)। তিনি আহম্মদাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য। অপরজন হলেন ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রউফ (৩৫)। তাদেরকে আজ শুক্রবার দুপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুরা হলো মৃত কন্টু মিয়ার ছেলে নুর ইসলাম (১০) ও আব্দুল হাকিমের ছেলে তোফাজ্জল (৮)। তারা সম্পর্কে সৎ ভাই।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু নানির বাড়িতে থাকে। তাদের মা জীবিকার তাগিদে দুই সপ্তাহ আগে সৌদি গেছেন। ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামের এক যুবক মাঠ থেকে শিশু নুরুল ইসলাম ও তোফাজ্জলকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭–৮ জন লোক ওই দুই শিশুকে মারধর শুরু করেন।
মামলার বাদী আনোয়ারা বলেন, ‘চুরির অপবাদ দিয়ে একজন ইউপি সদস্যসহ আমার দুই নাতিকে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে সংরক্ষিত আসনের ইউপি সদস্য মমিনা খাতুন মারধরের কথা স্বীকার করে বলেন, ‘আমি মাত্র দুটা বাড়ি দিয়েছি। পরে নির্যাতনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি।’
আব্দুর রউফ জানায়, ‘তারা চুরি করেছে। এ জন্য সবাই মারার সুযোগে আমিও দুইটা বাড়ি দিয়েছি।’
স্থানীয় মেম্বার শেখ আ. ছত্তার জানান, শিশুরা অপরাধ করলে শিশু আইন ছিল। কিন্তু শিশুদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনা গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে প্রকাশিত হওয়ার পর আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করি। পরে এ ঘটনায় আহত শিশুর নানি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
হবিগঞ্জের চুনারুঘাটের গরু চুরির অপবাদে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গত ৪ মার্চ আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে নির্যাতনের ঘটনা ঘটে। তবে তাঁরা বিষয়টি জানতেন না। গতকাল বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তখন বিষয়টি নজরে আসে।
নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতেই তাঁদের বিরুদ্ধে নির্যাতিত শিশুদের নানি আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ পাঁচজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মো. মনফর উল্ল্যার স্ত্রী মোছা. মনিনা খাতুন (৩৮)। তিনি আহম্মদাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য। অপরজন হলেন ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রউফ (৩৫)। তাদেরকে আজ শুক্রবার দুপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুরা হলো মৃত কন্টু মিয়ার ছেলে নুর ইসলাম (১০) ও আব্দুল হাকিমের ছেলে তোফাজ্জল (৮)। তারা সম্পর্কে সৎ ভাই।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু নানির বাড়িতে থাকে। তাদের মা জীবিকার তাগিদে দুই সপ্তাহ আগে সৌদি গেছেন। ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামের এক যুবক মাঠ থেকে শিশু নুরুল ইসলাম ও তোফাজ্জলকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭–৮ জন লোক ওই দুই শিশুকে মারধর শুরু করেন।
মামলার বাদী আনোয়ারা বলেন, ‘চুরির অপবাদ দিয়ে একজন ইউপি সদস্যসহ আমার দুই নাতিকে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে সংরক্ষিত আসনের ইউপি সদস্য মমিনা খাতুন মারধরের কথা স্বীকার করে বলেন, ‘আমি মাত্র দুটা বাড়ি দিয়েছি। পরে নির্যাতনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি।’
আব্দুর রউফ জানায়, ‘তারা চুরি করেছে। এ জন্য সবাই মারার সুযোগে আমিও দুইটা বাড়ি দিয়েছি।’
স্থানীয় মেম্বার শেখ আ. ছত্তার জানান, শিশুরা অপরাধ করলে শিশু আইন ছিল। কিন্তু শিশুদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনা গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে প্রকাশিত হওয়ার পর আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করি। পরে এ ঘটনায় আহত শিশুর নানি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে