মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখীতে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে। এতে সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই কালবৈশাখী বয়ে যায়। এতে কৃষকের ১০–১২ হেক্টর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে উপজেলার আদমপুর, কমলগঞ্জ সদর, পতনঊষার ও মাধবপুর ইউনিয়নের তিলকপুর, জামিরকোনা, রানীবাজার ও ভাসানীগাঁও এলাকার শতাধিক ঘরের ক্ষতি হয়। অনেক জায়গায় গাছ উপড়ে ঘরের ওপরে পড়ে।
স্থানীয়রা জানান, জামিরকোনা গ্রামের জমির মিয়া, শাহজাহান, মাহমুদ আলী, হবিব, ময়না বেগম, খলিল মিয়া, বশির মিয়া, আয়ুব, আলফা, শফিক, জলিল, করিম, মিলাদ, সিরাজুল ইসলামের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
জমির মিয়া বলেন, ‘রাতে বউ-বাচ্চা নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ১২টার দিকে ঝড় শুরু হয়। মুহূর্তে আমার ঘরটি ভেঙে পড়ে যায়। আমি পরিবারের সবাইকে নিয়ে বাইরে চলে আসি। ফলে কারও ক্ষতি হয়নি। কিন্তু এখন থাকব কোথায়? আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।’
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ‘কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে বাড়িঘর, রাস্তাঘাটসহ ফসলেরও ক্ষতি হয়েছে। আমি এসব বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ‘আমরা সকাল থেকে অফিসের সবাই সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য বের হয়েছিলাম। কৃষকদের প্রায় ১০-১২ হেক্টর কৃষিজমির ফসলের ক্ষতি হয়েছে। তাঁদের সহযোগিতা করার জন্য তালিকা করছি।’
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক মীর বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। চারটি খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া শতাধিক স্থানে তার ছিঁড়ে গেছে। এসব জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে সময় লাগবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বলেছি, তালিকা করে দিতে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখীতে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে। এতে সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই কালবৈশাখী বয়ে যায়। এতে কৃষকের ১০–১২ হেক্টর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে উপজেলার আদমপুর, কমলগঞ্জ সদর, পতনঊষার ও মাধবপুর ইউনিয়নের তিলকপুর, জামিরকোনা, রানীবাজার ও ভাসানীগাঁও এলাকার শতাধিক ঘরের ক্ষতি হয়। অনেক জায়গায় গাছ উপড়ে ঘরের ওপরে পড়ে।
স্থানীয়রা জানান, জামিরকোনা গ্রামের জমির মিয়া, শাহজাহান, মাহমুদ আলী, হবিব, ময়না বেগম, খলিল মিয়া, বশির মিয়া, আয়ুব, আলফা, শফিক, জলিল, করিম, মিলাদ, সিরাজুল ইসলামের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
জমির মিয়া বলেন, ‘রাতে বউ-বাচ্চা নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ১২টার দিকে ঝড় শুরু হয়। মুহূর্তে আমার ঘরটি ভেঙে পড়ে যায়। আমি পরিবারের সবাইকে নিয়ে বাইরে চলে আসি। ফলে কারও ক্ষতি হয়নি। কিন্তু এখন থাকব কোথায়? আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।’
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ‘কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে বাড়িঘর, রাস্তাঘাটসহ ফসলেরও ক্ষতি হয়েছে। আমি এসব বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ‘আমরা সকাল থেকে অফিসের সবাই সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য বের হয়েছিলাম। কৃষকদের প্রায় ১০-১২ হেক্টর কৃষিজমির ফসলের ক্ষতি হয়েছে। তাঁদের সহযোগিতা করার জন্য তালিকা করছি।’
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক মীর বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। চারটি খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া শতাধিক স্থানে তার ছিঁড়ে গেছে। এসব জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে সময় লাগবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বলেছি, তালিকা করে দিতে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।’
রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
৩৮ মিনিট আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
১ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
৩ ঘণ্টা আগে