Ajker Patrika

খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক-অটোর সংঘর্ষে ২ সহোদর নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের বানিয়াচংয়ে খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের এক শিশুসহ আরও চারজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

জেলা সদরে কাজে আসা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ফিরছিলেন কর্মস্থলে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি অফিসের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

নিহত দুই সহোদর হলেন বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের বানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৬০) ও তাজউদ্দিন (৪৫)। আহতরা হলেন তাজউদ্দিনের ছেলে মিশকাত, মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম, ছিলাপাঞ্জা গ্রামের নবীর হোসেনের স্ত্রী খাইরুন্নেছা ও একই গ্রামে মিন্নত আলীর ছেলে মো. আলী।

হতাহতদের স্বজন ও সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আজ খালার জানাজা পড়ার জন্য মহিন উদ্দিন ও তাজউদ্দিন পরিবারের লোকজন নিয়ে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে গিয়েছিলেন। ইফতারের পর দুটি অটোরিকশায় করে তাঁরা বাড়িতে ফিরছিলেন। বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া নামক স্থানে এলে একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে কাছাকাছি থাকা ওই দুটি অটোরিকশা উল্টে যায়। এতে গুরুতর আহত হন মহিন উদ্দিন ও তাঁর ভাই তাজউদ্দিন। আহত হন পরিবারের আরও চারজন সদস্য। এ সময় বানিয়াচংয়ের ইউএনও হবিগঞ্জ শহর থেকে উপজেলায় ফিরছিলেন। পথে দুর্ঘটনা দেখে তিনি অফিসের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। 

ইউএনওর গাড়িচালক শাহ অর্ণব বলেন, ‘ইউএনও স্যারকে নিয়ে আমি হবিগঞ্জ থেকে বানিয়াচং ফিরছিলাম। এ সময় ভাটিপাড়া এলাকায় দুর্ঘটনায় হতাহতদের দেখতে পাই। এরপর হতাহতদের নিয়ে হাসপাতালে আসি। স্যার সিএনজিতে করে অফিসে চলে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত