Ajker Patrika

মুজিববাদ বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের একটি ফ্যাসিবাদী-ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। একটি অকার্যকর রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি।

মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে জানিয়ে নাহিদ বলেন, ‘মুজিববাদ এ দেশে চলবে না। এই মুজিববাদী শক্তি দেশে একদলীয় শাসনব্যবস্থা, দুর্নীতি-লুটপাট, ইসলাম বিদ্বেষ এবং দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি করেছে। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এর আগে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাহিদ। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে পথসভার মঞ্চে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। এনসিপির শীর্ষ নেতারা গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে এসে পৌঁছান।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা শুনেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন।’ তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে, সরকার যায়, কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আমাদের সংঘবদ্ধ হতে হবে।’

সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

এনসিপি সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। জুলাই এমনিতেই শোকাবহ মাস। চব্বিশের এই জুলাই মাসে আমরা হাজারো ভাইবোনকে হারিয়েছি। প্রতিটি দুর্ঘটনা থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’

সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভায় এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বক্তব্য দেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ। পথসভায় জেলা-উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত