Ajker Patrika

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, অবরুদ্ধ এমপিকে উদ্ধার করল সেনাবাহিনী

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২৩: ৪৩
হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, অবরুদ্ধ এমপিকে উদ্ধার করল সেনাবাহিনী

হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রিপন শীল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের তথ্য নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাইম আশরাফ চৌধুরী। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত শতাধিক।

নিহত রিপন শীল হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতন শীলের ছেলে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে হবিগঞ্জ–৩ আসনের এমপি আবু জাহিরের বাসভবন। আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে। 

বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মো. আবু জাহির। রাত ১০টার দিকে সেনাবাহিনী এসে আন্দোলনকারীদের বুঝিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। তিনি বর্তমানে সার্কিট হাউসে সেনা নিরাপত্তায় রয়েছেন।

আজ রোববার বেলা দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের থানার মোড় থেকে কালীবাড়ি ক্রসরোড এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত শহরের বৃন্দাবন কলেজ রোড প্রাঙ্গণে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। একপর্যায়ে সেখানে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। পরে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে যোগ দেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা। মিছিল সহকারে তাঁরা শহরের প্রধান সড়কে দিয়ে আসতে থাকেন। পথিমধ্যে হবিগঞ্জ সদর থানা ও জেলা প্রশাসক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পরে শহরের টাউন হল সড়কে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আন্দোলনকারীরা। সংঘর্ষ হয় টানা কয়েক ঘণ্টা। এতে গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধ হয় (বল্লম) শতাধিক মানুষ।

সংঘর্ষের সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগ্‌বিদিক ছোটাছুটি করতে গিয়েও আহত হন অনেক পথচারী। বন্ধ থাকে পুরো শহরের দোকানপাট।

জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এ ছাড়া মাধবপুর পৌর শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) নূরে আলম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত