Ajker Patrika

শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে আরেক শিশুর মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে আরেক শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে লাশবাহী অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে ছাতক-সিলেট সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে দোয়ারাবাজারের চণ্ডীপুর এলাকার জসিম উদ্দিনের আট দিন বয়সী শিশু মোহাম্মদের মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনেরা। সড়কের খারগাঁও-মাধবপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী চার বছর বয়সী শিশু তানহার মৃত্যু হয়। সে কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিব মিয়ার মেয়ে। 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক জহির আলী যাত্রী গোবিন্দ দাস (১৭), পুজব দাস (১৫), সানজিদা (১০), মারজান (১৪) ও অ্যাম্বুলেন্সে থাকা হাবিবুর (২০), নাছুয়া বেগম (২০), কেছন বিবি (৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি (২৬)। 

আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন। অটোরিকশা চালকসহ আহত সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ছাতক হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা জব্দ করেছে। ছাতক থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত