সিলেট প্রতিনিধি
সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে