Ajker Patrika

সহকর্মীরা চাঁদাবাজি-টেন্ডারবাজিতে, অপারগ হয়ে বিএনপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সহকর্মীরা চাঁদাবাজি-টেন্ডারবাজিতে, অপারগ হয়ে বিএনপি নেতার পদত্যাগ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন।

কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে চর দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ এনেছেন।

লাবু পদত্যাগপত্রে বলেন, বর্তমান কমিটির নেতারা মেহেন্দীগঞ্জে বিএনপির কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করায় তিনি পদত্যাগ করেছেন। এ ছাড়া খোলা চিঠিতে উল্লেখ করেন, কমিটির নেতারা অসাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাঁরা অনবরত চর দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, টেন্ডারবাজি চালিয়ে মেহেন্দীগঞ্জকে লুটপাটতন্ত্রের আখড়ায় পরিণত করেছেন। এসব জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমন ঘৃণিত কাজের দায়ভার নিতে তিনি ব্যক্তিগতভাবে অপারগ। তাই বর্তমান কমিটির ১ নম্বর সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে একই অভিযোগ তোলে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম ওয়াহীদ হারুন পদত্যাগ করেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক দিপেন জমাদ্দার বলেন, ‘শুনেছি লাবু ভাই পদত্যাগ করেছেন। তিনি আমাদের কর্মসূচিতে আসেন না, এ কমিটি মানতেনও না। গ্রুপিংয়ের কারণে তাঁরা পদত্যাগ করেছেন। অভিযোগের ভিত্তি নেই। তাঁদের অভিযোগের ভিত্তিতে একাধিকবার তদন্ত করেও প্রমাণ মেলেনি।’

এ প্রসঙ্গে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘এ কমিটি থেকে এর আগে ওয়াহীদ হারুন পদত্যাগ করেছেন। চাঁদাবাজির কারণে তাঁরা পদত্যাগ করেছেন। বিএনপির রাজনীতি মেহেন্দীগঞ্জে নেই। সেখানে কেবল চাঁদাবাজি চলে।’

যোগাযোগ করা হলে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাবু পদত্যাগের বিষয়ে আমার সঙ্গে আলাপ করছিলেন। কমিটিটাই বিতর্কিত। এর আগে যুগ্ম আহ্বায়ক ওয়াহীদ হারুন পদত্যাগ করেন। এ নিয়ে পাঁচ সদস্যের দুজন পদত্যাগ করায় কমিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা শিগগির মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন করব।’

মেহেন্দীগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি প্রসঙ্গে দেওয়ান শহিদুল্লাহ বলেন, এর আগে এসব নিয়ে তদন্ত হয়েছে। কিন্তু যাঁরা ভিকটিম, তাঁরা সামনে এসে বলতে সাহস পান না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত