শাবিপ্রবি প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। অনশন ভাঙার দীর্ঘ ১৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ভিসি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনের অংশ হিসেবে দেয়ালে রক্তিম ছাপ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
জানা যায়, গত ১৬ জানুয়ারি (রোববার) আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে গুলিবিদ্ধদের স্মরণে ব্যতিক্রমী এ আন্দোলন করেন শিক্ষার্থীরা। প্রথম যে স্থানে রক্ত ঝরেছিল সেই স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে হাতে লাল রং লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ছাপ লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। আজ বিকেল ৫টার দিকে তাঁরা এই কার্যক্রম চালায়।
রক্তের এ ছাপ মারার কারণ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এর আগে একই দিন বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকাউন্টগুলো বন্ধ কেন?’ , ‘ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি-আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তাঁরা।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। অনশন ভাঙার দীর্ঘ ১৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ভিসি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনের অংশ হিসেবে দেয়ালে রক্তিম ছাপ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
জানা যায়, গত ১৬ জানুয়ারি (রোববার) আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে গুলিবিদ্ধদের স্মরণে ব্যতিক্রমী এ আন্দোলন করেন শিক্ষার্থীরা। প্রথম যে স্থানে রক্ত ঝরেছিল সেই স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে হাতে লাল রং লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ছাপ লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। আজ বিকেল ৫টার দিকে তাঁরা এই কার্যক্রম চালায়।
রক্তের এ ছাপ মারার কারণ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এর আগে একই দিন বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকাউন্টগুলো বন্ধ কেন?’ , ‘ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি-আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তাঁরা।
ঝিনাইদহের কোটচাঁদপুরে টানা বর্ষণে পানির নিচে চলে গেছে অধিকাংশ আবাদি জমি। আক্রান্ত হয়েছে ২৫০ হেক্টর খেতের ফসল। প্রণোদনার জন্য ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরে ১২ হাজার ৮০৮ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে।
৫ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালি পূর্বপাড়া গ্রামের মো. কামরুজ্জামান ওরফে খয়রুজ্জামানের পরিবার জমিসংক্রান্ত বিরোধের জেরে এক মাস ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন।
১৩ মিনিট আগেশিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাইয়ে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারা জীবন মনে রাখতে হবে। তাঁদের অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো; এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।
১৬ মিনিট আগেখাগড়াছড়ির রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার সোনাইপুল বাজারে এই অভিযান চালানো হয়।
২১ মিনিট আগে