Ajker Patrika

মৌলভীবাজারে মনু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ

মৌলভীবাজারে মনু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ

মৌলভীবাজারের সদর উপজেলায় মনু নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মনুমুখ ইউনিয়নের সুমারাই এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম শামসুদ্দিন (২৭)। তিনি নতপারা গ্রামের সিদ্দেক মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানির স্রোত বেশি থাকায় বিভিন্ন জায়গা থেকে জ্বালানির জন্য লাকড়ি ভেসে যাচ্ছিল। নদীর একপাশ থেকে শামসুদ্দিন লাকড়ি সংগ্রহ করছিলেন। একপর্যায়ে লাকড়ি সংগ্রহ করতে করতে নদীর চর অতিক্রম করে নদীতে যান তিনি। পরে নদীর স্রোতে তাঁকে ভেসে যেতে দেখা যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. মহসীন আলী বলেন, জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শামসুদ্দিন মনু নদীতে ভেসে যান। অনেক খোঁজার পর তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত