Ajker Patrika

লন্ডনপ্রবাসীর বাড়ি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২১: ৩৪
Thumbnail image

সুনামগঞ্জের জগন্নাথপুরে লন্ডনপ্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে মারধর করে বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা বদরুল ইসলামের বিরুদ্ধে। 

আজ শনিবার সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মো. ফজলুল হকের ছেলে বকুল মিয়া। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বকুল মিয়া দাবি করেন, তাঁর সম্পর্কে মামা জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের ইসলাম উদ্দিন একজন লন্ডনপ্রবাসী। তাঁর সহায়-সম্পত্তি ও বাড়িঘর দেখভাল তিনি করেন। কিন্তু ইসহাকপুর গ্রামের বাসিন্দা মৃত আফিজ উল্লার ছেলে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম লন্ডনপ্রবাসী ইসলাম উদ্দিনের সহায়-সম্পত্তি ও বাড়িঘর দখল করার জন্য ১ এপ্রিল দুপুরে তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

এ সময় তাঁর (বকুল মিয়া) বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে ঘর থেকে বের দিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, ল্যাপটপ, স্বর্ণালংকারসহ ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল লুট করে বাড়ির গেটে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যান বদরুল। 

এ ঘটনায় তিনি (বকুল মিয়া) বাদী হয়ে ১৩ এপ্রিল বদরুল ইসলামকে প্রধান আসামি করে জগন্নাথপুর থানায় মামলা কররন। এ মামলায় বদরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে বদরুল আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় গিয়ে তাঁর ও লন্ডনপ্রবাসী ইসলাম উদ্দিনের ও জগন্নাথপুল থানার বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বদরুল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন ও নিপীড়ন করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে জগন্নাথপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলাম উদ্দিন, নজরুল, ফখরুল, বাবুল ও নাজমা বেগম আমার চাচাতো ভাই-বোন। বাড়িটি তাদের যৌথ। তাদের সিদ্ধান্ত বহিরাগত কাউকে চাবি না দেওয়ার। তারা আসলে আমি তালা খুলে দিই। তাদের কথা অনুযায়ী বাড়িটি আমার নিয়ন্ত্রণে রয়েছে। বকুলরা আসলে তাদের নিষেধ করি। থানা-পুলিশকেও জানাই। তারা উল্টো আমাকে জেল খাটায়।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‌এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত