Ajker Patrika

চাচার মৃত্যুর শোকে মারা গেলেন ভাতিজি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৮: ৫৯
চাচার মৃত্যুর শোকে মারা গেলেন ভাতিজি

চাচার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন ভাতিজি সুজন আক্তার (৩০)। আজ রোববার বাদ জোহর জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত চাচার নাম হানিফ উদ্দিন (৭০)। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান তিনি। চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি সুজন আক্তার। তিনি চাচার জন্য কাঁদতে কাঁদতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে বড়লেখা পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত হানিফ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা আমার চাচাতো বোন সুজন আক্তারকে আদর-স্নেহ করতেন। তাঁরও (সুজন) বাবা নেই। অনেক আগে মারা গেছেন। সে জন্য তিনি বাবার মৃত্যুর শোক সইতে পারেননি। কাঁদতে কাঁদতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’ 

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন চাচা-ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফ উদ্দিন ভালো মানুষ ছিলেন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর কিছুক্ষণ পরই ভাতিজিও কাঁদতে কাঁদতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত