Ajker Patrika

ধর্মঘট দ্বিতীয় দিনে, সুনামগঞ্জে মানুষের ভোগান্তিও চরমে

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১: ০৫
ধর্মঘট দ্বিতীয় দিনে, সুনামগঞ্জে মানুষের ভোগান্তিও চরমে

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী সেতু থেকে টোল বন্ধ, বাস টার্মিনাল সংস্কারসহ তিন দফা দাবিতে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও কঠোর রয়েছে, সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের আজ (শনিবার) দ্বিতীয় দিনেও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ যাত্রীরা টার্মিনালে এসে জড়ো হচ্ছে। তবে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। 

আজ শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাস স্টেশনে গিয়ে দেখা যায় সব যানবাহন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। টিকিট কাউন্টারও বন্ধ। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, আবার অনেকেই বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।

রিকশাচালক আমির আলী বলেন, ‘গাড়ি বন্ধ থাকায় আমরার আয়রোজগার কমি গেছে। গাড়ি থাকলে কিছু রোজি করা যায়। ওখন দুই দিন ধইরা কষ্টে দিন কাটাইরাম।’

বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের যাত্রী শফিউল আলম বলেন, ‘পরিবহন মালিকেরা যেসব দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন, সে দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে জানানো উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’

দ্বিতীয় দিনের ধর্মঘটে সাধারণ খেটে খাওয়া দিনমজুর, শ্রমিকেরা পড়েছেন চরম বিপাকে। সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারছে না। ফলে দিনমজুরেরা পায়ে হেঁটে শহরে আসছে কাজের সন্ধানে।

সদর উপজেলার বাহাদুর গ্রামের দিনমজুর সোহেল আহমদ বলেন, ‘ধর্মঘটের পয়লা দিন আমরা শহরো সিএনজি, লেগুনা দিয়া আইতাম পারছি। কিন্তু আজকে কিচ্ছু চলে না। আমরা হাইট্টা আইছি কাজো।’

এদিকে ধর্মঘটের কারণে এক দিন আগেই নৌকা ও মোটরসাইকেলে করে সিলেটে বিএনপির গণসমাবেশে যোগ দিতে গেছেন নেতা-কর্মীরা। সকাল থেকে বাস না থাকায় বিভিন্ন বাহন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের সিলেটের সমাবেশে যোগ দেওয়ার জন্য যেতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত