Ajker Patrika

শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে দুর্নীতি, ১০ জনের বিরুদ্ধে দুদকের ১৫ মামলা

প্রতিনিধি, সিলেট
শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে দুর্নীতি, ১০ জনের বিরুদ্ধে দুদকের ১৫ মামলা

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। এ অভিযোগে ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার এজাহার জমা দেওয়া হয়। 

আসামিরা হলেন-শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির সহকারী প্রধান হিসাব রক্ষক (বহিষ্কৃত) খন্দকার মুহাম্মদ ইকবাল, রসায়নবিদ (বহিষ্কৃত) নেছার উদ্দিন আহমদ, ঠিকাদার মোসাম্মাত হালিমা আক্তার, মো. নূরুল হোসেন, এএসএম ইসমাইল খান, সাইফুল হক, নাজির আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. জামশেদুর রহমান খন্দকার ও মো. আহসান উল্লাহ চৌধুরী। 

মামলার এজাহারে বলা হয়, সার কারখানার বহিষ্কৃত দুই কর্মকর্তা ও ৮ ঠিকাদারদের যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাৎ করেন। 

দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে দুদক তদন্ত শুরু করে। ৬ মাস দীর্ঘ তদন্ত করে প্রায় ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়। 

নুর-ই-আলম আরও বলেন, মামলা দায়েরের পর এখন অধিকতর তদন্ত চলবে। তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও আসামি করা হবে। 

উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জে জরাজীর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক গ্যাস সার কারখানা (এনজিএলএফ) দীর্ঘদিন ধরে লোকসানে ছিল। তাই এই কারখানার পাশেই প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে শাহজালাল সার কারখানা লিমিটেড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত