প্রতিনিধি, সিলেট
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। এ অভিযোগে ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার এজাহার জমা দেওয়া হয়।
আসামিরা হলেন-শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির সহকারী প্রধান হিসাব রক্ষক (বহিষ্কৃত) খন্দকার মুহাম্মদ ইকবাল, রসায়নবিদ (বহিষ্কৃত) নেছার উদ্দিন আহমদ, ঠিকাদার মোসাম্মাত হালিমা আক্তার, মো. নূরুল হোসেন, এএসএম ইসমাইল খান, সাইফুল হক, নাজির আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. জামশেদুর রহমান খন্দকার ও মো. আহসান উল্লাহ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, সার কারখানার বহিষ্কৃত দুই কর্মকর্তা ও ৮ ঠিকাদারদের যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাৎ করেন।
দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে দুদক তদন্ত শুরু করে। ৬ মাস দীর্ঘ তদন্ত করে প্রায় ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়।
নুর-ই-আলম আরও বলেন, মামলা দায়েরের পর এখন অধিকতর তদন্ত চলবে। তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও আসামি করা হবে।
উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জে জরাজীর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক গ্যাস সার কারখানা (এনজিএলএফ) দীর্ঘদিন ধরে লোকসানে ছিল। তাই এই কারখানার পাশেই প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে শাহজালাল সার কারখানা লিমিটেড।
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। এ অভিযোগে ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার এজাহার জমা দেওয়া হয়।
আসামিরা হলেন-শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির সহকারী প্রধান হিসাব রক্ষক (বহিষ্কৃত) খন্দকার মুহাম্মদ ইকবাল, রসায়নবিদ (বহিষ্কৃত) নেছার উদ্দিন আহমদ, ঠিকাদার মোসাম্মাত হালিমা আক্তার, মো. নূরুল হোসেন, এএসএম ইসমাইল খান, সাইফুল হক, নাজির আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. জামশেদুর রহমান খন্দকার ও মো. আহসান উল্লাহ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, সার কারখানার বহিষ্কৃত দুই কর্মকর্তা ও ৮ ঠিকাদারদের যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাৎ করেন।
দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে দুদক তদন্ত শুরু করে। ৬ মাস দীর্ঘ তদন্ত করে প্রায় ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়।
নুর-ই-আলম আরও বলেন, মামলা দায়েরের পর এখন অধিকতর তদন্ত চলবে। তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও আসামি করা হবে।
উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জে জরাজীর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক গ্যাস সার কারখানা (এনজিএলএফ) দীর্ঘদিন ধরে লোকসানে ছিল। তাই এই কারখানার পাশেই প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে শাহজালাল সার কারখানা লিমিটেড।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে