Ajker Patrika

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দিনমজুরকে খুন, ৪ জনের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭: ৩৫
রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগার নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগার নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক দিনমজুরকে খুনের মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন উপজেলার বারচান্দুরা গ্রামের এমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের আবুল। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মারাজ মিয়া মারা যাওয়ায় অব্যাহতি পেয়েছেন।

নিহত দিনমজুরের নাম ছাবু মিয়া। তিনি বারচান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে।

আদালতের পেশকার তপন সিংহ জানান, ছাবুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল তাঁকে হত্যা করে গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় ছাবুর ভাই হাফিজ মিয়া মামলা করেন। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রায় ঘোষণার সময় মামলার বাদী হাফিজসহ নিহত ব্যক্তির স্বজনেরা উপস্থিত ছিলেন। হাফিজ জানান, তাঁরা ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক মহালদার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত