সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এত দিন পরে তাদের (বিএনপির) ইউনিয়নের কথা মনে পড়েছে। তৃণমূলের কথা মনে পড়েছে। তৃণমূলের নেতা–কর্মীরাই বিএনপিকে শেষ করে দিবে।’
আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিএনপি পদযাত্রা করে এসে দেখবে তাদের আসার ও জন্মের আগেই গ্রামগঞ্জে আওয়ামী লীগ বসবাস করছে। দেশের প্রতিটি গ্রামগঞ্জ এখন আওয়ামী লীগের দুর্গ।’ মন্ত্রী বিএনপিকে গ্রামগঞ্জে আসার আহ্বান করে এবং আওয়ামী লীগের দুর্গ দেখে যাওয়ার অনুরোধ করেন।
সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক সায়েম আহমদ খান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শামিমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান প্রমুখ।
এর আগে শনিবার সকাল থেকেই জেলার ১২ উপজেলা থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন নেতা–কর্মীরা। মাঠ নেতা–কর্মীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে। দীর্ঘদিন সাত বছর পর সম্মেলনকে ঘিরে পুরো সুনামগঞ্জ ছিল উৎসবের আমেজে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এত দিন পরে তাদের (বিএনপির) ইউনিয়নের কথা মনে পড়েছে। তৃণমূলের কথা মনে পড়েছে। তৃণমূলের নেতা–কর্মীরাই বিএনপিকে শেষ করে দিবে।’
আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিএনপি পদযাত্রা করে এসে দেখবে তাদের আসার ও জন্মের আগেই গ্রামগঞ্জে আওয়ামী লীগ বসবাস করছে। দেশের প্রতিটি গ্রামগঞ্জ এখন আওয়ামী লীগের দুর্গ।’ মন্ত্রী বিএনপিকে গ্রামগঞ্জে আসার আহ্বান করে এবং আওয়ামী লীগের দুর্গ দেখে যাওয়ার অনুরোধ করেন।
সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক সায়েম আহমদ খান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শামিমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান প্রমুখ।
এর আগে শনিবার সকাল থেকেই জেলার ১২ উপজেলা থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন নেতা–কর্মীরা। মাঠ নেতা–কর্মীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে। দীর্ঘদিন সাত বছর পর সম্মেলনকে ঘিরে পুরো সুনামগঞ্জ ছিল উৎসবের আমেজে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগেসাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড। নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার...
১ ঘণ্টা আগে