প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পর্যটন সম্ভাবনাময় উপজেলা হিসেবে খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর। হাওর বেষ্টিত এ উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান। রয়েছে পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেক ও বারিক্কা টিলা।
এ রকম বেশ কয়েকটি সৌন্দর্যময় পর্যটন স্পট থাকায় প্রতিদিনই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটত তাহিরপুর উপজেলায়। আর এ পর্যটকদের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে চলত তাহিরপুর উপজেলার প্রায় কয়েক শতাধিক নৌ পরিবহন মাঝি। কিন্তু করোনা মহামারির পরিস্থিতিতে কঠোর লকডাউনের পাশাপাশি তাহিরপুর উপজেলায় পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।
এ অবস্থায় পর্যটকদের আগমন না থাকায় জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যায় কয়েক শতাধিক নৌ পরিবহন মাঝিদের। ফলে গত ৩ মাস ধরে মানবেতর জীবনযাপন করে চলছেন এসব নৌ মাঝিরা।
গত এক বছর পূর্বে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে পর্যটকবাহী একটি স্টিল বডির নৌকা নিয়েছেন মাইজুদ্দিন ও আব্দুল মজিদ। ভাড়ায় চালিত নিউ পানসী নৌ পরিবহন নামে পর্যটকবাহী এ নৌকার পরিচালক হিসেবে রয়েছেন মো. ফকির আলম ও রতন মিয়া।
নিউ পানসী পরিবহনের পরিচালক ফকির আলম ও রতন মিয়া বলেন, এ বছর পর্যটকদের আগমন নেই। সেই সঙ্গে করোনা ভাইরাস ও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে নৌকা নিয়ে কোথাও ভাড়ায় যেতে পারছি না। আয় না থাকায় খেয়ে না খেয়ে কোনো রকম ভাবে আমাদের দিন যাচ্ছে।
কথা হয় নিউ পানসী নৌ পরিবহনের মালিক মাইজুদ্দিন এর সঙ্গে। তিনি বলেন, `এনজিও থেকে ঋণ নিয়ে এক বছর পূর্বে স্টিলের নৌকাটি ভাড়ায় চালানোর জন্য নেওয়া হয়েছিল। কিন্তু এ বছর পর্যটক না আসায় ইনকাম বন্ধ হয়ে গেছে। নিজের পরিবার চালানোই যেখানে কষ্ট সেখানে আবার এনজিওর কিস্তির জন্য চাপ। আমরা বর্তমানে খুব কষ্ট করে দিন পার করছি।'
প্রজাতির পরিবহনের পরিচালক সেজুল মিয়া বলেন, পর্যটক না আসায় আমার মতো কয়েক শতাধিক নৌকার মাঝি বেকার হয়ে আছে। আমাদের সহায়তা করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ইতিমধ্যে নৌ পরিবহন মাঝিদের মধ্যে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের আরও সহায়তা করার জন্য চেষ্টা করব।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পর্যটন সম্ভাবনাময় উপজেলা হিসেবে খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর। হাওর বেষ্টিত এ উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান। রয়েছে পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেক ও বারিক্কা টিলা।
এ রকম বেশ কয়েকটি সৌন্দর্যময় পর্যটন স্পট থাকায় প্রতিদিনই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটত তাহিরপুর উপজেলায়। আর এ পর্যটকদের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে চলত তাহিরপুর উপজেলার প্রায় কয়েক শতাধিক নৌ পরিবহন মাঝি। কিন্তু করোনা মহামারির পরিস্থিতিতে কঠোর লকডাউনের পাশাপাশি তাহিরপুর উপজেলায় পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।
এ অবস্থায় পর্যটকদের আগমন না থাকায় জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যায় কয়েক শতাধিক নৌ পরিবহন মাঝিদের। ফলে গত ৩ মাস ধরে মানবেতর জীবনযাপন করে চলছেন এসব নৌ মাঝিরা।
গত এক বছর পূর্বে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে পর্যটকবাহী একটি স্টিল বডির নৌকা নিয়েছেন মাইজুদ্দিন ও আব্দুল মজিদ। ভাড়ায় চালিত নিউ পানসী নৌ পরিবহন নামে পর্যটকবাহী এ নৌকার পরিচালক হিসেবে রয়েছেন মো. ফকির আলম ও রতন মিয়া।
নিউ পানসী পরিবহনের পরিচালক ফকির আলম ও রতন মিয়া বলেন, এ বছর পর্যটকদের আগমন নেই। সেই সঙ্গে করোনা ভাইরাস ও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে নৌকা নিয়ে কোথাও ভাড়ায় যেতে পারছি না। আয় না থাকায় খেয়ে না খেয়ে কোনো রকম ভাবে আমাদের দিন যাচ্ছে।
কথা হয় নিউ পানসী নৌ পরিবহনের মালিক মাইজুদ্দিন এর সঙ্গে। তিনি বলেন, `এনজিও থেকে ঋণ নিয়ে এক বছর পূর্বে স্টিলের নৌকাটি ভাড়ায় চালানোর জন্য নেওয়া হয়েছিল। কিন্তু এ বছর পর্যটক না আসায় ইনকাম বন্ধ হয়ে গেছে। নিজের পরিবার চালানোই যেখানে কষ্ট সেখানে আবার এনজিওর কিস্তির জন্য চাপ। আমরা বর্তমানে খুব কষ্ট করে দিন পার করছি।'
প্রজাতির পরিবহনের পরিচালক সেজুল মিয়া বলেন, পর্যটক না আসায় আমার মতো কয়েক শতাধিক নৌকার মাঝি বেকার হয়ে আছে। আমাদের সহায়তা করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ইতিমধ্যে নৌ পরিবহন মাঝিদের মধ্যে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের আরও সহায়তা করার জন্য চেষ্টা করব।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৩৩ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে