জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিতে কয়েকটি ফসল রক্ষা বেড়ি বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। এমন অবস্থায় কৃষকেরা ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে নলুয়ার হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬ ও ৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সঙ্গে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।
৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আহমদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার প্রকল্পের কিছু অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়ি বাঁধের কাজ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে।’
নলুয়ার হাওরের কৃষক জোবায়ের আহমদ বলেন, ‘বৃষ্টিতেই যদি বাঁধ ধসে যায়, নদীতে পানি আসলে কি হবে?’
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্যসচিব অমিত কান্তি দেব বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোনো বাঁধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, বৃষ্টিতে ফসল রক্ষা বেড়ি বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তবে ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিতে কয়েকটি ফসল রক্ষা বেড়ি বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। এমন অবস্থায় কৃষকেরা ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে নলুয়ার হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬ ও ৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সঙ্গে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।
৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আহমদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার প্রকল্পের কিছু অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়ি বাঁধের কাজ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে।’
নলুয়ার হাওরের কৃষক জোবায়ের আহমদ বলেন, ‘বৃষ্টিতেই যদি বাঁধ ধসে যায়, নদীতে পানি আসলে কি হবে?’
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্যসচিব অমিত কান্তি দেব বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোনো বাঁধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, বৃষ্টিতে ফসল রক্ষা বেড়ি বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তবে ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
৩১ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৪৪ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১ ঘণ্টা আগে