Ajker Patrika

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধি
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুরে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে নদীর পানি দ্রুত বৃদ্ধি হচ্ছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকে আজ বুধবার পর্যন্ত যাদুকাটা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। 

অপরদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উপচে পড়ায় গত তিন দিন ধরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সম্মুখ সড়কটিও পানিতে ডুবে গেছে। এ ছাড়া বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা-দুর্গাপুর সড়কটি পানিতে ডুবে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন তাহিরপুরবাসীরা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড অনুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি সমতল বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং যাদুকাটা নদীর পানি সমতল বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম শিপলু জানান, পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের দুটি অংশ ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে ব্যবসায়িক মালামাল পরিবহন করা যাচ্ছে না। 

বালিজুরির আনোয়ার বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় যাদুকাটা নদী থেকে রক্তি নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে আনোয়ারপুর ব্রিজপাড় হয়ে জেলা সদরে যাওয়ার সড়কটি পানিতে ডুবে আছে। বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বীজ সংগ্রহ করা যাচ্ছে না। ফলে বীজ বিতরণ কার্যক্রম পিছিয়ে পড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত