Ajker Patrika

২ কোটির বেশি বকেয়া, আ. লীগ নেতার ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি
২ কোটির বেশি বকেয়া, আ. লীগ নেতার ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ

২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়ার দায়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা গিয়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেন।

এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম জিল্লুর রহমান ও সুনামগঞ্জের ব্যবস্থাপক শফিকুল হক।

সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বারবার বকেয়া প্রদানের জন্য তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি। ফিলিং স্টেশনটির মালিক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গা ঢাকা দেন।

এ বিষয়ে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানির সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া থাকায় এই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জ্বালানি তেল সরবরাহ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত