Ajker Patrika

মৌলভীবাজারে আরও ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, মৌলভীবাজার
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
মৌলভীবাজারে আরও ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে মোট ৫০ জন মৃত্যুবরণ করেন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০৬। এছাড়া জেলায় হিসেবের বাইরে বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিন ২ থেকে ৩ জনের মৃত্যু হচ্ছে।

আজ বুধবার পবিত্র ঈদুল আজহার দিন সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।মৌলভীবাজারে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬ শতাংশ। গতকাল এই হার ৩৭ দশমিক ১ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কিছুটা বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৫৪১ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।

নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৪৮ জন, শ্রীমঙ্গলের ৭ জন, কুলাউড়ার ২০ জন, জুড়ীতে ৮ জন, কমলগঞ্জে ৬ জন ও রাজনগরে ১৭ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৫৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

নতুন মৃত তিনজনের মধ্যে দুজন মৌলভীবাজার সদর হাসপাতালের রোগী, অন্যজন জুড়ীর। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ২৯ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩৮ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ২৫ জন, ও কুলাউড়ায় ১৩ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৭ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত