Ajker Patrika

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২৩: ০৮
Thumbnail image

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পরিবহন মালিক-শ্রমিকনেতাদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী। 

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান, বিআরটিএ হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মু. হাবিবুর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী এবং অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ। 

এর আগে অ্যাম্বুলেন্সচালকদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত