আব্দুর রব, মৌলভীবাজার
মাত্র এক দশক আগেও ডাকঘরের পোস্টম্যানরা ছিলেন জীবন যাপন ও নিত্যদিনের অপরিহার্য অংশ। বর্তমান তথ্য প্রযুক্তির নিত্যনতুন বিভিন্ন আবিষ্কার ও মাধ্যমের কারণে এক প্রকার অলস সময় কাটাচ্ছেন পোস্ট অফিসের পোস্টম্যানরা।
ডাকঘরের ডাকবাক্সে পরিবারের যে কোনো চিঠিপত্র ফেলে আসতে ঘরের অপেক্ষাকৃত কিশোর সদস্যদের মধ্যে কাড়াকাড়ি যেমন শুরু হতো। তেমনি প্রতীক্ষায় থাকতে হতো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের চিঠিপত্র কিংবা মানিঅর্ডার নিয়ে কখন আসবেন পোস্টম্যান।
ইমেইল আর মোবাইল ব্যাংকিংয়ের যুগে হারিয়ে যাচ্ছে পোস্টম্যানদের গুরুত্ব।
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের বড়কাপন সাব পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, যান্ত্রিক জীবনে অলস দুপুরে আজও অপেক্ষায় থাকেন বিষ্ণু বাবু। কখন আসবে চিঠি, পৌঁছে দিতে হবে প্রাপকের ঠিকানায়।
পোস্টম্যান বিষ্ণুপদ দেবের চাকরি জীবন ২৫ বৎসর পেরিয়েছে। এখন অফিসে এসে কাজের কোনো চাপ না থাকায়, অলস সময় কাটাতে কখনো কখনো বিরক্তি লাগে বলে তিনি জানান।
তিনি বলেন, 'মাঝে মধ্য সরকারি ডকুমেন্ট আসে, তবে সরকারি নিয়োগ পত্রের সংখ্যাই বেশি। এখন আর চিঠির থলে নিয়ে প্রাপকদের বাড়ি বাড়ি যেতে হয় না। তারা নিজেরাই খোঁজে আসেন এই ডাকঘরে।'
বড়কাপন এলাকা স্থায়ী বাসিন্দা ষাটোর্ধ্ব রকিব চৌধুরী বলেন, ভাই- ভাতিজাসহ পরিবারের অনেকেই বিদেশ থাকে। ১২-১৫ বৎসর পূর্বেও তাদের চিঠির খোঁজে, মানিঅর্ডার নিতে ডাকঘরে আসতাম। এখন মোবাইলেই সব হয়। একই কথা বলেন এলাকার প্রবীণ সদস্য লেচু মিয়া-তিনি বলেন আগে সবকিছু আসতে দেরি হতো এখন দ্রুত চলে আসে। তবে দেরি হলেও আগের চিঠি- ডাকঘরে একটা অন্যরকম প্রাণ ছিল।
এলাকার কলেজ পড়ুয়া মাফিক আহমদ জানান, বাবা চাচাদের কাছে শুনেছি আগে পোস্টম্যানরা আত্মীয়-স্বজনের চিঠি বাড়িতে পৌঁছে দিতেন। এখন ইমেইল আর মোবাইল ব্যাংকিং এর যুগে হারিয়ে যাচ্ছেন পোস্টম্যানরা।
বড়কাপন সাব-পোস্ট অফিসে সাব পোস্ট মাস্টার ফজলুর রহমান জানান, পরিবর্তিত সময়ে এখন ডাকঘর এর কদর অনেক কমে গেছে।যার ফলে আমাদের ব্যস্ততা অনেক কম।
মৌলভীবাজার প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) তন্ময় দে চৌধুরী জানান- মৌলভীবাজার জেলায় মোট ১৩৩ টি পোস্ট অফিস রয়েছে। তিনি জানান আগের মতো দেশের বাইরে থেকে চিঠিপত্র না আসলেও দেশের ভেতর বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসে এবং টাকা পয়সার লেনদেন হয়। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ক্ষেত্রে পোস্ট অফিসের বিকল্প নেই।
মাত্র এক দশক আগেও ডাকঘরের পোস্টম্যানরা ছিলেন জীবন যাপন ও নিত্যদিনের অপরিহার্য অংশ। বর্তমান তথ্য প্রযুক্তির নিত্যনতুন বিভিন্ন আবিষ্কার ও মাধ্যমের কারণে এক প্রকার অলস সময় কাটাচ্ছেন পোস্ট অফিসের পোস্টম্যানরা।
ডাকঘরের ডাকবাক্সে পরিবারের যে কোনো চিঠিপত্র ফেলে আসতে ঘরের অপেক্ষাকৃত কিশোর সদস্যদের মধ্যে কাড়াকাড়ি যেমন শুরু হতো। তেমনি প্রতীক্ষায় থাকতে হতো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের চিঠিপত্র কিংবা মানিঅর্ডার নিয়ে কখন আসবেন পোস্টম্যান।
ইমেইল আর মোবাইল ব্যাংকিংয়ের যুগে হারিয়ে যাচ্ছে পোস্টম্যানদের গুরুত্ব।
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের বড়কাপন সাব পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, যান্ত্রিক জীবনে অলস দুপুরে আজও অপেক্ষায় থাকেন বিষ্ণু বাবু। কখন আসবে চিঠি, পৌঁছে দিতে হবে প্রাপকের ঠিকানায়।
পোস্টম্যান বিষ্ণুপদ দেবের চাকরি জীবন ২৫ বৎসর পেরিয়েছে। এখন অফিসে এসে কাজের কোনো চাপ না থাকায়, অলস সময় কাটাতে কখনো কখনো বিরক্তি লাগে বলে তিনি জানান।
তিনি বলেন, 'মাঝে মধ্য সরকারি ডকুমেন্ট আসে, তবে সরকারি নিয়োগ পত্রের সংখ্যাই বেশি। এখন আর চিঠির থলে নিয়ে প্রাপকদের বাড়ি বাড়ি যেতে হয় না। তারা নিজেরাই খোঁজে আসেন এই ডাকঘরে।'
বড়কাপন এলাকা স্থায়ী বাসিন্দা ষাটোর্ধ্ব রকিব চৌধুরী বলেন, ভাই- ভাতিজাসহ পরিবারের অনেকেই বিদেশ থাকে। ১২-১৫ বৎসর পূর্বেও তাদের চিঠির খোঁজে, মানিঅর্ডার নিতে ডাকঘরে আসতাম। এখন মোবাইলেই সব হয়। একই কথা বলেন এলাকার প্রবীণ সদস্য লেচু মিয়া-তিনি বলেন আগে সবকিছু আসতে দেরি হতো এখন দ্রুত চলে আসে। তবে দেরি হলেও আগের চিঠি- ডাকঘরে একটা অন্যরকম প্রাণ ছিল।
এলাকার কলেজ পড়ুয়া মাফিক আহমদ জানান, বাবা চাচাদের কাছে শুনেছি আগে পোস্টম্যানরা আত্মীয়-স্বজনের চিঠি বাড়িতে পৌঁছে দিতেন। এখন ইমেইল আর মোবাইল ব্যাংকিং এর যুগে হারিয়ে যাচ্ছেন পোস্টম্যানরা।
বড়কাপন সাব-পোস্ট অফিসে সাব পোস্ট মাস্টার ফজলুর রহমান জানান, পরিবর্তিত সময়ে এখন ডাকঘর এর কদর অনেক কমে গেছে।যার ফলে আমাদের ব্যস্ততা অনেক কম।
মৌলভীবাজার প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) তন্ময় দে চৌধুরী জানান- মৌলভীবাজার জেলায় মোট ১৩৩ টি পোস্ট অফিস রয়েছে। তিনি জানান আগের মতো দেশের বাইরে থেকে চিঠিপত্র না আসলেও দেশের ভেতর বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসে এবং টাকা পয়সার লেনদেন হয়। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ক্ষেত্রে পোস্ট অফিসের বিকল্প নেই।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১০ মিনিট আগেজামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, আকিব মাহমুদ, আবির, অন্তু কান্তি দে, জাকির...
২ ঘণ্টা আগে