Ajker Patrika

সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ১৭: ৩৮
সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতার ছেলে আহমদ আল আবীর (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার শ্রীধরা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আহমদ আল আবী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে। সে খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় লোকজন জানান, গতকাল ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়েছে। কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ঘর থেকে আহমদ আল আবীর ট্যাব জব্দ করে পুলিশ। 

আবীর বাবা বলেন, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আবী। আবী মোবাইল গেমের প্রতি আসক্ত ছিল। পুলিশ ধারণা করছে, সে গেম খেলা থেকে আত্মহননের পথ বেছে নিয়েছে। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট। তবে কী কারণে সে আত্মহনন করেছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ওসি আরও বলেন, ওই স্কুলছাত্রের পরনে ছিল তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না। ঝুলন্ত অবস্থায় তার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত