Ajker Patrika

সিলেট সিটি নির্বাচনে লাঙলের প্রার্থী বাবুল 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৫৬
সিলেট সিটি নির্বাচনে লাঙলের প্রার্থী বাবুল 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাবুল। লাঙল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কথা আগেই ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার ৫ সিটির প্রার্থী চূড়ান্ত করে দলটি। দুপুর ১২টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের সাংগঠনিক সভা শেষে এ প্রার্থী ঘোষণা করা হয়।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়ন পেতে একাধিক নেতা তৎপরতা চালাচ্ছিলেন। গত নির্বাচনে মেয়র পদে জাপার কেউ প্রার্থী না হলেও এবার অন্তত ৩ জন নেতা মাঠে সক্রিয় ছিলেন।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল ছাড়া অন্য দুজন হলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি আবদুস সামাদ।

নগরে পোস্টার, তোরণ, বিলবোর্ডের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দেন তারা। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্য থেকে বাবুলকেই বেছে নেয় দল।

ঈদের আগে নগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছিলেন, অতীতে সিলেট নগরের আশানুরূপ উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে কাজ হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ কমেনি। নগরের উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হতে আগ্রহী।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তবে বর্তমান মেয়র ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্রপ্রার্থী হবেন বলে নগরে আলোচনা রয়েছে।

সর্বশেষ ২০১৮ সালে সিসিক নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত