Ajker Patrika

মাধবকুণ্ডে টিকটকারদের উৎপাত চরমে, হয়রানির শিকার পর্যটক

এ. জে লাভলু, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১১: ১২
Thumbnail image

মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতে ঈদ মৌসুমে গত কয়েক দিন ধরে কিশোর ও তরুণ টিকটকারদের উশৃঙ্খল কর্মকাণ্ড অনেক বেড়েছে বলে জানা গেছে। টিকটক ভিডিও তৈরি করতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিশোর-কিশোরী ও তরুণেরা মৃত্যুঝুঁকি নিয়েও পাহাড়ের চূড়ায় উঠছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। পর্যটকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশ বলছে, পর্যটকের নিরাপত্তায় তারা সব সময় কাজ করছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল নেমেছে। প্রতিদিন আশপাশের জেলা-উপজেলার পাশাপাশি দেশের নানা প্রান্তের মানুষ ছুটে আসছে মাধবকুণ্ডে। এই সুযোগে বড়লেখা ও আশপাশের উপজেলার বিভিন্ন এলাকার উঠতি বয়সী কিশোর ও তরুণ টিকটকাররাও মাধবকুণ্ডে ঘুরতে আসছে। তারা এখানে ঘুরতে আসা পর্যটকদের নানাভাবে হয়রানি করছে। জলপ্রপাতের পানিতে গোসল করতে নামা নারী পর্যটকের ভিডিও ধারণেরও অভিযোগ রয়েছে। আর এতে করে পর্যটকেরা রীতিমতো বিব্রত। 

এদিকে, শুক্রবার মাধবকুণ্ডে ঘুরতে আসা কয়েকজন পর্যটককে টিকটকাররা হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।  

স্থানীয়রা বলছে, শুক্রবার কয়েকজন পর্যটককে গায়ে পানি দিয়ে ভিজিয়ে দেয় কয়েকজন টিকটকার। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা পর্যটকদের মারধর করে। এ সময় স্থানীয়রা টিকটকারদের উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখেন।

এ বিষয়ে দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, ‘মাধবকুণ্ড জলপ্রপাতে কুলাউড়া ও জুড়ী থেকে আসা কয়েকজন পর্যটককে পানি দিয়ে ভিজিয়ে দেয় কয়েকজন টিকটকার। এ নিয়ে কথা-কাটাকাটি ও পরে পর্যটকদের মারধর করে টিকটকাররা। স্থানীয়রা তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে ভবিষ্যতে এ রকম কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

মাধবকুণ্ডে আসা জাহাঙ্গীর হোসেন নামের একজন পর্যটক বলেন, ‘মাধবকুণ্ডে ইদানীং যেভাবে টিকটকারদের উৎপাত বেড়েছে। এতে মাধবকুণ্ডের পরিবেশ অনিরাপদ হয়ে যাচ্ছে। এখানে ঘুরতে এসে দেখছি টিকটকাররা যেখানে-সেখানে দাঁড়িয়ে ভিডিও করছে। এই অবস্থায় নারী পর্যটকেরা বিব্রত বোধ করছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ 

নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিন কিশোর-তরুণ টিকটকাররা এখানে এসে ভিডিও তৈরি করছে। তারা পর্যটকদের হয়রানি করছে। আপত্তিকর ভাষায় কথা বলছে। অনেকে প্রতিবাদ করেন। অনেকে আবার ভয়ে কথা বলেন না। তাদের উৎপাতে পর্যটকেরা বিব্রত। তাদের বিরুদ্ধে কথা বললে পরে আমাদের ওপর হামলা করবে। তাই আমরাও প্রতিবাদ করি না। পুলিশও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। তবে শুক্রবার কয়েকজন নারী পর্যটককে হয়রানির কারণে পুলিশের টনক নড়েছে।’ 

মাধবকুণ্ডে ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, ‘পর্যটকেরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন সে জন্য আমরা সব সময় কাজ করছি। শুক্রবার পর্যটকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি ডিউটিতে ছিলাম না, অন্য একজন ছিলেন। পরে শুনেছি বিষয়টি সমাধান হয়েছে। আজকেও প্রতিদিনের মতো পর্যটকেরা আসছেন। পরিবেশও ভালো। কোনো সমস্যা নাই।’ 

ঝুঁকি নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার বিষয়ে এসআই বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ ওপরে উঠতে পারে না। যাঁরা ওঠার চেষ্টা করেন তাঁদের আমরা সতর্ক করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘ঈদের দিন থেকে এখানে অনেক পর্যটকের সমাগম ঘটছে। শুক্রবার পর্যটকদের মধ্যে গায়ে ধাক্কা লাগা নিয়ে একটু কথা-কাটাকাটি হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সেখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। শুক্রবারও পর্যটকের নিরাপত্তার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত