Ajker Patrika

জগন্নাথপুরে প্রধান শিক্ষককে পেটানোর হুমকি বিএনপি নেতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
জগন্নাথপুরে প্রধান শিক্ষককে পেটানোর হুমকি বিএনপি নেতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বিএনপি নেতার দেওয়া হুমকি ও গালিগালাজের ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই রেকর্ডে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজা মিয়া চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

রেকর্ডে ওই নেতা বলেন, ‘আমি তরে পিটমু, তোর কোন বাপে ফিরাইত পারতনায়। তুই আমার লগে বহুত বেয়াদবি করছিস, পিটা (পিটুনি) তো খাইছস না বেয়াদবের বাচ্চা। পিটা (পিটুনি) খাইবার লাগি বার চা (অপেক্ষা) কর।’ এ রকম হুমকির ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

প্রধান শিক্ষক এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের মাঠ ভরাটের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাদ্দ পাওয়া যায়। কাজ করতে গেলে রাজা মিয়া বাধা দেন। আমি ইউএনওকে জানিয়ে প্রশাসনের সহযোগিতায় কাজ করি। এতে তিনি ক্ষুব্ধ হন। এরপর এসএসসি পরীক্ষার রেজাল্ট জানানো না-নিয়েও তিনি আমাকে ফোনে গালাগাল ও হুমকি দেন।’

তিনি আরও বলেন, ‘আমি একজন শিক্ষক সহকর্মীকে নিয়ে তাঁর দোকানে গিয়ে বিষয়টি বোঝাতে চাই। কিন্তু তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তাঁর নাতিকে পাঠিয়ে স্কুলে আমাকে হুমকি দেন। এখন আমি চরম ভয়ের মধ্যে আছি। আমার শিশুসন্তান পর্যন্ত আতঙ্কে রয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত রাজা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ‘প্রধান শিক্ষক ভয়েস রেকর্ড পাঠিয়ে আমাকে বিষয়টি অবহিত করেছেন। আমি তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমার নজরে এসেছে। প্রধান শিক্ষক চাইলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। এ বিষয়ে তাঁকে সহায়তা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত