Ajker Patrika

উচ্চ আদালতের নির্দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে এমপির ছবি অপসারণ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩: ৫০
Thumbnail image

সুনামগঞ্জের মধ্যনগরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে স্থানীয় সংসদ সদস্য ও পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছবি অপসারণ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গতকাল বুধবার বিকেলে পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই ছবি অপসারণ করে।

অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান। তিনি জানান, মধ্যনগর উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে নির্মাণাধীন ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা। কিন্তু নকশা পরিবর্তন করে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করা হয়। 

প্রায় ১০ লাখ টাকা বরাদ্দে নির্মাণাধীন ম্যুরালের এক পাশে ওই ছবি যুক্ত করায় গত ২৬ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহেমদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ছবি অপসারণের নির্দেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

ওই নির্দেশের অনুলিপি উচ্চ আদালত থেকে গত রোববার বিকেলে ধর্মপাশা ও মধ্যনগরের ইউএনওর কার্যালয়ে এসে পৌঁছায়। এরপর গতকাল বুধবার বিকেলে ইউএনওর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে সংসদ সদস্য ও তাঁর ভাইয়ের ছবি অপসারণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত