Ajker Patrika

জৈন্তাপুরে বন্যার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে প্রবাসীকল্যাণ মন্ত্রী

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৮: ৩৩
জৈন্তাপুরে বন্যার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটের জৈন্তাপুরে সার্বিক বন্যা পরিস্থিতি এবং বন্যার্তদের উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তিনি।

সরেজমিনে মন্ত্রীর উপস্থিতিতে বন্যার্ত মানুষ তাঁদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রী নিজেও রাস্তাঘাটে দাঁড়িয়ে বন্যার্ত মানুষের কথা শুনেছেন। সেই সঙ্গে মন্ত্রী বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধারে প্রশাসনের কর্তাব্যক্তিদের দিকনির্দেশনা দেন মন্ত্রী। দলীয় নেতা-কর্মীদেরও বানভাসি মানুষকে উদ্ধার এবং নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করতে বলেন তিনি।

মন্ত্রী ইমরান আহমদ বন্যাদুর্গত এলাকার মানুষদের বলেন, ‘বন্যা পরিস্থিতির খবর পেয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিদেশ সফর বাতিল করে আপনাদের পাশে ছুটে এসেছি ৷ আপনাদের যেকোনো প্রয়োজনে সরকার পাশে রয়েছে।’

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে চালুর করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করছে জেলা ও উপজেলা প্রশাসন। 

যেকোনো পরিস্থিতে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম। তিনি বলেন, ‘গত রাত থেকে জৈন্তাপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু টানা বৃষ্টির কারণে পানি বাড়তে পারে। উঁচু অংশের পানি বৃদ্ধি হলেও নিচু অংশের পানি অপরিবর্তিত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত