জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে সার্বিক বন্যা পরিস্থিতি এবং বন্যার্তদের উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তিনি।
সরেজমিনে মন্ত্রীর উপস্থিতিতে বন্যার্ত মানুষ তাঁদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রী নিজেও রাস্তাঘাটে দাঁড়িয়ে বন্যার্ত মানুষের কথা শুনেছেন। সেই সঙ্গে মন্ত্রী বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধারে প্রশাসনের কর্তাব্যক্তিদের দিকনির্দেশনা দেন মন্ত্রী। দলীয় নেতা-কর্মীদেরও বানভাসি মানুষকে উদ্ধার এবং নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করতে বলেন তিনি।
মন্ত্রী ইমরান আহমদ বন্যাদুর্গত এলাকার মানুষদের বলেন, ‘বন্যা পরিস্থিতির খবর পেয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিদেশ সফর বাতিল করে আপনাদের পাশে ছুটে এসেছি ৷ আপনাদের যেকোনো প্রয়োজনে সরকার পাশে রয়েছে।’
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে চালুর করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করছে জেলা ও উপজেলা প্রশাসন।
যেকোনো পরিস্থিতে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম। তিনি বলেন, ‘গত রাত থেকে জৈন্তাপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু টানা বৃষ্টির কারণে পানি বাড়তে পারে। উঁচু অংশের পানি বৃদ্ধি হলেও নিচু অংশের পানি অপরিবর্তিত রয়েছে।’
সিলেটের জৈন্তাপুরে সার্বিক বন্যা পরিস্থিতি এবং বন্যার্তদের উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তিনি।
সরেজমিনে মন্ত্রীর উপস্থিতিতে বন্যার্ত মানুষ তাঁদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রী নিজেও রাস্তাঘাটে দাঁড়িয়ে বন্যার্ত মানুষের কথা শুনেছেন। সেই সঙ্গে মন্ত্রী বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধারে প্রশাসনের কর্তাব্যক্তিদের দিকনির্দেশনা দেন মন্ত্রী। দলীয় নেতা-কর্মীদেরও বানভাসি মানুষকে উদ্ধার এবং নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করতে বলেন তিনি।
মন্ত্রী ইমরান আহমদ বন্যাদুর্গত এলাকার মানুষদের বলেন, ‘বন্যা পরিস্থিতির খবর পেয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিদেশ সফর বাতিল করে আপনাদের পাশে ছুটে এসেছি ৷ আপনাদের যেকোনো প্রয়োজনে সরকার পাশে রয়েছে।’
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে চালুর করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করছে জেলা ও উপজেলা প্রশাসন।
যেকোনো পরিস্থিতে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম। তিনি বলেন, ‘গত রাত থেকে জৈন্তাপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু টানা বৃষ্টির কারণে পানি বাড়তে পারে। উঁচু অংশের পানি বৃদ্ধি হলেও নিচু অংশের পানি অপরিবর্তিত রয়েছে।’
রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। দুপুর পৌনে ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ মিনিট আগেমব তৈরি করে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে এ পুলিশকে মারধরের এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সড়ক অবরোধের চার ঘণ্টা পর অভিযুক্ত তাকওয়া মিনিবাস চালককে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষোভ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
২০ মিনিট আগেজয়পুরহাটের পাঁচবিবিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম নাসির বিপ্লব (৩৭) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফিসকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে