Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু: আহত হয়ে মেয়ে হাসপাতালে

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬: ২০
Thumbnail image

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার তেলিয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম ঝুমা সরকার (৩৫) এবং তাঁর ছেলের নাম দ্বীপ সরকার (২)।

এ বিষয়ে ঝুমা সরকারের স্বামী দেবজ্যোতি সরকার নুপুর জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য আনুমানিক দুপুর ১২টার দিকে ঝুমা তাঁর বাড়ির পাশের টিউবওয়েলের কাছে নিয়ে যান। সেখানে গোসল করানোর একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার ওপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে টিউবওয়েলের ওপরে পড়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে মা ও ছেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ সময় ঝুমা সরকারের মেয়ে পূজা সরকার (৭) তাদের বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে আহত হয়। 

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানান, মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তা ছাড়া ঝুমা সরকারের মেয়ে গুরুতর আহত আহত পূজা সরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত