Ajker Patrika

রাজনগরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও দুজন গ্রেপ্তার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
রাজনগরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও দুজন গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার অপহৃত ওই স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার গুচ্ছগ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রে থেকে উদ্ধার করে রাজনগর থানা-পুলিশ।

আর গ্রেপ্তার দুজনের একজনকে হবিগঞ্জ ও অপরজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা করা হয়। তাঁরা হলেন হবিগঞ্জের সদর থানার নাতিরাবাদ গ্রামের অন্তু চন্দ্র দাস (২৬) ও বানিয়াচং থানার উত্তর সাঙ্গর গ্রামের এক কিশোর (১৫)। অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক সওকত মাসুদ ভূঁইয়া ও সুলেমান আহমদ।

রাজনগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের শ্রীভোগ গ্রামের আরমান আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রী ঈদের কেনাকাটা করার জন্য রাজনগর বাজারে যায়। এরপর ওই কিশোরী আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় ওই মেয়ের বাবা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গত ২৪ এপ্রিল মেয়েটির বাবার মোবাইল ফোনের ইমোতে অপরিচিত নম্বর থেকে কল আসে। অপহরণকারী ফোনকলে তাঁকে জানান মেয়েটি তাঁর কাছে রয়েছে। তখন মোবাইল ফোনের আলাপনের বিস্তারিত উল্লেখ্য করে রাজনগর থানায় লিখিত অভিযোগ করেন মেয়েটির বাবা।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানা-পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযোগে উল্লেখিত মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং অপহৃত ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত