Ajker Patrika

মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫: ৫২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে ছেলে ও মেয়ের হাতে মুসলিম মিয়া (৪৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। তবে ছেলে পলাতক।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপের জন্য ঢাকায় অবস্থান করছেন। স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। গতকাল সন্ধ্যায় ছেলে-মেয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মেয়ে মুন্নি আক্তার (২১) ও ছেলে মুন্না মিয়া (২৩) মুসলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেন। তাৎক্ষণিক তাঁর ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জানান তাঁর বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে রাতে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তাঁর ছেলে-মেয়ে বাড়িতে চলে যান।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন মুন্নি আক্তারকে আটক করে পুলিশে দেয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে-মেয়ে তাঁদের বাবাকে খুন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত