Ajker Patrika

সিলটি ভাষাকে স্বীকৃতির দাবিতে জাতিসংঘে চিঠি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৫
সিলটি ভাষাকে স্বীকৃতির দাবিতে জাতিসংঘে চিঠি

সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সর্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডন কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

একই আবেদনপত্র জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্রের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরও বেশি মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হলো সিলটি নাগরী লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে। সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে বলেন, ‘এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত