Ajker Patrika

সিলটি ভাষাকে স্বীকৃতির দাবিতে জাতিসংঘে চিঠি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৫
সিলটি ভাষাকে স্বীকৃতির দাবিতে জাতিসংঘে চিঠি

সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সর্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডন কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

একই আবেদনপত্র জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্রের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরও বেশি মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হলো সিলটি নাগরী লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে। সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে বলেন, ‘এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত