Ajker Patrika

শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২১ জুলাই ২০২৩, ২০: ০৩
শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ সব ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আলোকিত দিগন্তে হাঁটছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা। দেশের মানুষের কথা তিনি সব সময় ভাবেন এবং মানুষের কল্যাণে কাজ করেন।’ 

আজ শুক্রবার নগরীর একটি হোটেলে সিলেট কিডনি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘পুণ্যভূমি সিলেটে কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে, তা সত্যিই প্রশংসনীয় ও আনন্দের বিষয়। কিডনি হাসপাতালটি চালু হলে সিলেটসহ সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।’ 

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট প্রতিষ্ঠার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।’ 

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রাস্টি বোর্ডের সদস্য নুরুন নাহার সালাম, আলহাজ সালমা বাসিত, আতাউল করিম, সুমন বিন বাসিত, মহিবুর রহমান রাসেল, মায়াজ চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্যসচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীর প্রতীক।

অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত হোসনে আরা আহমদ, ফজলে হাসান আবেদ ও যেহীন আহমেদকে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

পরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সার্বিক কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে পরিকল্পনামন্ত্রী কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি পরিদর্শন করেন এবং হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। সকালে সিলেট পৌঁছে বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমিও পরিদর্শন করেন মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত