সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে চলছে প্রকাশ্যে পাথর লুট। প্রশাসনের সীমিত অভিযানের মধ্যেই প্রতিদিন শতাধিক নৌকা দিয়ে পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
লুটপাট ঠেকাতে গত বৃহস্পতি ও শুক্রবার ফটোগ্রাফাররা সরাসরি বাধা দিলে শনিবার তাঁদের একজন সদস্য এমাদ উদ্দিন লাঞ্ছিত হন। হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি। হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এদিকে রোববার সাদাপাথর এলাকায় এক প্রতিবাদ সভায় ব্যবসায়ী, মাঝি, ফটোগ্রাফার ও স্থানীয়রা ২৪ ঘণ্টার মধ্যে লুটকারীদের গ্রেপ্তার না হলে পর্যটনস্পট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনই প্রকাশ্য সাদাপাথর লুট হচ্ছে। প্রশাসন দু-একটি অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় এই লুটপাট বন্ধ করা যাচ্ছে না। বৃহস্পতি ও শুক্রবারে ফটোগ্রাফাররা সম্মিলিতভাবে গিয়ে লুটপাটে বাধা দেন। এর ফলস্বরূপ শনিবার আমাদের একজন ফটোগ্রাফারকে ওই লুটপাটকারীরা মারধর করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরাসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। সে এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা রোববার সকালে সাদাপাথরে গিয়েও লুটকারীদের তাড়িয়ে দিয়ে আসছি। যারা নৌকা নিয়ে যেতে পারছে, তারা গেছে। আর যারা পারেনি, তারা নির্দিষ্ট চিহ্ন দিয়ে ডুবিয়ে চলে গেছে। তার মানে তারা আবারও আসবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির আওতায় না আনা হলে আমরা সবাই সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ করে দেব। প্রশাসন চাইলে এই স্পটটি রক্ষা করতে পারে।’
স্থানীয়রা জানান, লুটপাটে বাইরের জেলার লোকজন বেশি জড়িত। নদীপথে আসা পাথর ট্রাকে করে সরাসরি উপজেলা পরিষদের সামনে দিয়ে দেশজুড়ে যাচ্ছে, অথচ প্রশাসনের কঠোর নজরদারি নেই।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার আজকের পত্রিকাকে বলেন, এই সাদাপাথর লুটপাট বন্ধ না করলে খুব দ্রুতই শাহ আরেফিন টিলা, বাঙ্কারের মতো এটিও ধ্বংস হয়ে যাবে। যেভাবে প্রতিদিন পাথর লুট হচ্ছে, মনে হচ্ছে যেন এটি ইজারা দেওয়া। প্রশাসন যদি শক্তভাবে পদক্ষেপ না নেয়, তাহলে পাথর লুট বন্ধ করা সম্ভব না। ফটোগ্রাফারদের ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। না হলে এরা আরও বেপরোয়া হয়ে যাবে। প্রশাসন চাইলে এই লুটপাট বন্ধ করা সম্ভব।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চেষ্টা করছি অভিযুক্তদের আটক করতে। আর সাদাপাথরে লুটপাট বন্ধে নিয়মিত অভিযান চলছে। আজও তিনজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘সাদাপাথর লুট বন্ধ করতে আজকেও অভিযান হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। ফটোগ্রাফারদের ওপর হামলার ঘটনা এখন জানলাম। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে চলছে প্রকাশ্যে পাথর লুট। প্রশাসনের সীমিত অভিযানের মধ্যেই প্রতিদিন শতাধিক নৌকা দিয়ে পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
লুটপাট ঠেকাতে গত বৃহস্পতি ও শুক্রবার ফটোগ্রাফাররা সরাসরি বাধা দিলে শনিবার তাঁদের একজন সদস্য এমাদ উদ্দিন লাঞ্ছিত হন। হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি। হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এদিকে রোববার সাদাপাথর এলাকায় এক প্রতিবাদ সভায় ব্যবসায়ী, মাঝি, ফটোগ্রাফার ও স্থানীয়রা ২৪ ঘণ্টার মধ্যে লুটকারীদের গ্রেপ্তার না হলে পর্যটনস্পট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনই প্রকাশ্য সাদাপাথর লুট হচ্ছে। প্রশাসন দু-একটি অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় এই লুটপাট বন্ধ করা যাচ্ছে না। বৃহস্পতি ও শুক্রবারে ফটোগ্রাফাররা সম্মিলিতভাবে গিয়ে লুটপাটে বাধা দেন। এর ফলস্বরূপ শনিবার আমাদের একজন ফটোগ্রাফারকে ওই লুটপাটকারীরা মারধর করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরাসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। সে এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা রোববার সকালে সাদাপাথরে গিয়েও লুটকারীদের তাড়িয়ে দিয়ে আসছি। যারা নৌকা নিয়ে যেতে পারছে, তারা গেছে। আর যারা পারেনি, তারা নির্দিষ্ট চিহ্ন দিয়ে ডুবিয়ে চলে গেছে। তার মানে তারা আবারও আসবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির আওতায় না আনা হলে আমরা সবাই সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ করে দেব। প্রশাসন চাইলে এই স্পটটি রক্ষা করতে পারে।’
স্থানীয়রা জানান, লুটপাটে বাইরের জেলার লোকজন বেশি জড়িত। নদীপথে আসা পাথর ট্রাকে করে সরাসরি উপজেলা পরিষদের সামনে দিয়ে দেশজুড়ে যাচ্ছে, অথচ প্রশাসনের কঠোর নজরদারি নেই।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার আজকের পত্রিকাকে বলেন, এই সাদাপাথর লুটপাট বন্ধ না করলে খুব দ্রুতই শাহ আরেফিন টিলা, বাঙ্কারের মতো এটিও ধ্বংস হয়ে যাবে। যেভাবে প্রতিদিন পাথর লুট হচ্ছে, মনে হচ্ছে যেন এটি ইজারা দেওয়া। প্রশাসন যদি শক্তভাবে পদক্ষেপ না নেয়, তাহলে পাথর লুট বন্ধ করা সম্ভব না। ফটোগ্রাফারদের ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। না হলে এরা আরও বেপরোয়া হয়ে যাবে। প্রশাসন চাইলে এই লুটপাট বন্ধ করা সম্ভব।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চেষ্টা করছি অভিযুক্তদের আটক করতে। আর সাদাপাথরে লুটপাট বন্ধে নিয়মিত অভিযান চলছে। আজও তিনজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘সাদাপাথর লুট বন্ধ করতে আজকেও অভিযান হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। ফটোগ্রাফারদের ওপর হামলার ঘটনা এখন জানলাম। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ মে) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগেফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
২ ঘণ্টা আগেনাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
২ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সার
৩ ঘণ্টা আগে