Ajker Patrika

রাবার বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
রাবার বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রশিদপুর–বনবিটর রাবার বাগান থেকে আরজু মিয়া (৪০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আরজু মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলী মিয়ার ছেলে। তিনি বিভিন্ন বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

পরিবারের তথ্যমতে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে রাতে আর ফিরে নি। সকালে বাগানের শ্রমিকেরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত