নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে থানা পরিদর্শনকালে লালগালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
এ সময় উপদেষ্টা বলেন, ‘আমি বারবার বলেছি তোমাদের, এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না।’
জাহাঙ্গীর আলম পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পুলিশ থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাঁদের থাকা-খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন তাঁরা একটা ভাড়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে কোনো সর্বশেষ তথ্য আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলের আপডেট আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিবর্তন অনেক হইছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যা-ই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত ছিল।’
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তাদের আমরা ধরে আনব। তাদের আইনের আওতায় নিয়ে আসব। তাই আবারও বলছি, এসব ক্ষেত্রে আপনারা (সাংবাদিকেরা) যেটা সত্য, সেটা তুলে ধরে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, তাদের নতুন গাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরা এখনো নতুন গাড়ি তাদের দিতে পারি নাই। তবে টাকা বরাদ্দ হইছে, হয়তো দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।’
পুলিশের ভয় পাওয়া এবং মব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘না, পুলিশ ভয় পাচ্ছে না। এ ছাড়া মবও কমে এসেছে। ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাটি ঘটল, সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে কে কার ভাই, কে কার কী সম্পর্কে, সেটা আমরা মাথায় নিইনি। আইন সবার জন্য সমান। তাই আমি অনুরোধ করব, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।’
৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পুরোপুরি উদ্ধার করা হয়নি, আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই। তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি।’
উপদেষ্টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে পাশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। সেখান থেকে সড়কপথে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন উপদেষ্টা।
সিলেটে থানা পরিদর্শনকালে লালগালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
এ সময় উপদেষ্টা বলেন, ‘আমি বারবার বলেছি তোমাদের, এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না।’
জাহাঙ্গীর আলম পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পুলিশ থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাঁদের থাকা-খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন তাঁরা একটা ভাড়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে কোনো সর্বশেষ তথ্য আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলের আপডেট আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিবর্তন অনেক হইছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যা-ই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত ছিল।’
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তাদের আমরা ধরে আনব। তাদের আইনের আওতায় নিয়ে আসব। তাই আবারও বলছি, এসব ক্ষেত্রে আপনারা (সাংবাদিকেরা) যেটা সত্য, সেটা তুলে ধরে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, তাদের নতুন গাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরা এখনো নতুন গাড়ি তাদের দিতে পারি নাই। তবে টাকা বরাদ্দ হইছে, হয়তো দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।’
পুলিশের ভয় পাওয়া এবং মব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘না, পুলিশ ভয় পাচ্ছে না। এ ছাড়া মবও কমে এসেছে। ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাটি ঘটল, সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে কে কার ভাই, কে কার কী সম্পর্কে, সেটা আমরা মাথায় নিইনি। আইন সবার জন্য সমান। তাই আমি অনুরোধ করব, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।’
৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পুরোপুরি উদ্ধার করা হয়নি, আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই। তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি।’
উপদেষ্টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে পাশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। সেখান থেকে সড়কপথে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন উপদেষ্টা।
রাজবাড়ীতে সাংবাদিক আহসান হাবীব টুটুলকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিববার। আজ শুক্রবার সাংবাদিক টুটুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
৫ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় আহত অটোরিকশার চালক মুক্তার হোসেন (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে স্বামী, স্ত্রী, ছেলেসহ একই পরিবারের তিনজন এবং অপর এক যাত্রী নিহত
৮ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার জামিরাপাড়া গ্রামে আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরব আলী ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে।
২২ মিনিট আগেচট্টগ্রাম নগরের কোতোয়ালিতে একটি বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার আদালত এলাকাসংলগ্ন সড়কের পাশের রঙ্গম কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে