Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৪: ৩০
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মায়া আক্তার ঢাকার কামরাঙ্গীরচর এলাকার সুমন মিয়ার স্ত্রী। 

পুলিশ বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের বাস দেউন্দি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। 

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যাওয়া বাসশায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন (ইনচার্জ) আরিফ আহমেদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে সিলেটের শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে একটি বাস নিয়ে আসেন যাত্রীরা। পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে এক নারী নিহত এবং অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত