Ajker Patrika

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে ফের বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২২: ২৭
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে ফের বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে ৬ দিনের ব্যবধানে ফের ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি একজনের মৃত্যু হয়েছে। এবার জেলার কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ারা জৈন উদ্দিন (১৮) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে। নিহত জৈন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস-এর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৪টায় ওই এলাকা দিয়ে চারজনের একটি দল লাকড়ি সংগ্রহের জন্য ভারত অংশে ঢোকেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। তবে তাঁর সঙ্গে থাকা বাকি তিনজন এ সময় দৌড়ে বাংলাদেশে চলে আসেন। ওই দিন সন্ধ্যার পর তাঁরা গিয়ে আবার জৈন উদ্দিনের লাশ নিয়ে আসেন।

উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডারের দায়িত্বে থাকা নায়েক সুবেদার মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে লাকড়ি আনতে চারজনের একটি দল গিয়েছিল। এ সময় খাসিয়ারা তাদেরকে গুলি করে। খাসিয়ার গুলিতে একজন মারা গেছে। বাকি তিনজন সুস্থ আছেন।’

মো. রফিক আরও বলেন, ‘সীমান্ত এলাকার লোকজনকে নিয়ে প্রায় সময় সচেতনতামূলক সভা করা হয়। তারপরেও ভারত যাওয়া থেকে তাঁদেরকে আটকানো যায় না।’ 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।’ 

উল্লেখ্য, এর আগে গত ২৫ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে আব্দুস সালাম ওরফে বেকা সালাম (৫২) নামে একজন নিহত হন। ওই দিন সকালে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাঁকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল। খাসিয়াদের ছোড়া গুলি তাঁর মাথায় ও ঊরুতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আব্দুস সালাম উপজেলার নিজপাট মাহুতহাটি বর্তমান গোয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত