Ajker Patrika

পুলিশের মামলায় প্যারোলে ৪ ঘণ্টার মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০১: ৪৭
পুলিশের মামলায় প্যারোলে ৪ ঘণ্টার মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা

পুলিশের দায়ের করা মামলায় প্যারোলে ৪ ঘণ্টার জন্য জামিন পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ লস্কর। 

আজ সোমবার বানিয়াচং উপজেলা আমিরখানী হাফিজ খানা মাঠে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আসামির আইনজীবী হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি নেতা হারুন রশীদ লস্করের স্ত্রী।’ 

আজ সোমবার জানাজায় অংশ নেওয়ার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্যারোলে জামিনের আবেদন করা হয়। এতে জামিন আবেদন মঞ্জুর করেন। 

এরপর ধুলিয়াখালস্থ হবিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের একটি দল তাকে বানিয়াচং নিয়ে যায়। সেখানে দাফন-কাফনের পর আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়।  

বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ বলেন, ‘মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় হারুন রশীদ লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ অসুস্থ। গত ২৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত