হবিগঞ্জ প্রতিনিধি
যৌতুকের দাবিতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে একই পরিবারের পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর বিচারক মো. জাহিদুল হক আজ বৃহস্পতিবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের রাসেল মিয়া (২৫) তাঁর বড় ভাই কাওছার মিয়া (৩২) মা তাহেরা বেগম (৫০), ছোট বোন হোছনা বেগম (২০) বড় বোন রোজী বেগম (২৭)। রায় ঘোষণার সময় কাউছার মিয়া পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাসেল মিয়া তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী তাহেরা খাতুন ওরফে আয়েশার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে মারপিট করেন। একপর্যায়ে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় তিনি।
এ ঘটনার আট মাস আগে তাঁদের বিয়ে হয়। পরদিন তাহেরার বাবা একই উপজেলার পঞ্চাশ গ্রামের আব্দুস ছত্তার দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এস আই ফারুক হোসেন ২০১৭ সালের ৩ মার্চ অভিযোগপত্র দেন। কিন্তু বাদীপক্ষ এতে নারাজি দিলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি পুনরায় তদন্ত করার আদেশ দেয়।
পিবিআইয়ের এসআই মইনুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১১ নভেম্বর পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি (২) আবুল মনসুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ের কারণে নারী নির্যাতন ও যৌতুক কিছুটা হলেও লাঘব হবে।
যৌতুকের দাবিতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে একই পরিবারের পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর বিচারক মো. জাহিদুল হক আজ বৃহস্পতিবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের রাসেল মিয়া (২৫) তাঁর বড় ভাই কাওছার মিয়া (৩২) মা তাহেরা বেগম (৫০), ছোট বোন হোছনা বেগম (২০) বড় বোন রোজী বেগম (২৭)। রায় ঘোষণার সময় কাউছার মিয়া পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাসেল মিয়া তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী তাহেরা খাতুন ওরফে আয়েশার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে মারপিট করেন। একপর্যায়ে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় তিনি।
এ ঘটনার আট মাস আগে তাঁদের বিয়ে হয়। পরদিন তাহেরার বাবা একই উপজেলার পঞ্চাশ গ্রামের আব্দুস ছত্তার দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এস আই ফারুক হোসেন ২০১৭ সালের ৩ মার্চ অভিযোগপত্র দেন। কিন্তু বাদীপক্ষ এতে নারাজি দিলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি পুনরায় তদন্ত করার আদেশ দেয়।
পিবিআইয়ের এসআই মইনুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১১ নভেম্বর পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি (২) আবুল মনসুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ের কারণে নারী নির্যাতন ও যৌতুক কিছুটা হলেও লাঘব হবে।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
২ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৪ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে