Ajker Patrika

প্রবাসীর বাড়ি দখলের অভিযোগে সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রবাসীর বাড়ি দখলের অভিযোগে সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা আবু লেইছ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে বাড়িটি নিকট আত্মীয়ের বলে দাবি করেন সাবেক এই কর্মকর্তা।

ভুক্তভোগীদের অভিযোগ, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মনাফর আলী ওরফে সফর আলীর উত্তরাধিকারীরা অধিকাংশই যুক্তরাজ্যে বসবাস করেন। তাঁদের মধ্যে অনেকে দেশে বেড়াতে আসেন। গত ১৬ এপ্রিল সফর আলীর বড় ছেলে মৃত জবর আলীর মেয়ে শিবলী বেগম যুক্তরাজ্য থেকে দেশে বেড়াতে আসেন। তিনি দাদার বাড়িতে ওঠেন।

গত ২৮ এপ্রিল পৌরসভার ইসহাকপুর এলাকার কাস্টমসের ওই সাবেক কর্মকর্তা আবু লেইছ নেতৃত্বে হবিবপুর পশ্চিমপাড়া এলাকার আজিদ মিয়াসহ বেশ কয়েকজন ওই বাড়িতে হামলা চালিয়ে শিবলী বেগমের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা না পেয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২ মে শিবলী বেগমের চাচাতো বোন রাশিদা বেগম বাদী হয়ে দুজনের নামে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লুটপাট ও চাঁদাবাজির মামলা করেন। 

আদালত মামলাটি আমলে নিয়ে জগন্নাথপুর থানা-পুলিশকে তদন্ত প্রতিবেদনের জন্য নির্দেশ দেন। 

মামলার বাদী রাশিদা বেগম বলেন, ‘আবু লেইছ আমাদের দাদার এ বাড়িটি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। ঘটনার দিন তাঁরা আমার প্রবাসী বোনের পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। পরে আমাদের অনুপস্থিতিতে আবু লেইছ তাঁর বাহিনী নিয়ে এসে বাড়িটি তালা দিয়ে যায়। বর্তমানে বাড়িটি তার দখলে রয়েছে।’ 

শিবলী বেগম বলেন, ‘দেশে আসার পর আবু লেইছ আমার কাছে কয়েক বার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তিনি আমাদের বাড়িটিতে তালা দিয়েছেন। এটি আমাদের দাদার রেখে যাওয়া স্মৃতি। দাদার এই সম্পত্তি আমাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়নি। আমরা সবাই যুক্তরাজ্যে থাকি। বাড়িটি আমার বড় ভাই আব্দুল নুর দেখভাল করতেন। আমরাও দেশে আসলে এ বাড়িতে থাকি। তিনি মারা যাওয়ার পর বাড়িটি তালাবন্ধ থাকে। সেই সুযোগে বাড়িটি দখলের জন্য আবু লেইছ দীর্ঘদিন ধরে চেষ্টায় রয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত আবু লেইছের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বাড়িটি আমার বোন জামাই আব্দুল নুরের। তাঁরা মারা গেছেন। ভাগনা-ভাগনি তারা সবাই দেশের বাইরে থাকেন। তাদের কথায় মাঝেমধ্যে ওই বাড়িতে যাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যারা অভিযোগ করেছেন তাঁরা বাড়িটি দখল করতে চান।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফিন বলেন, বর্তমানে মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত