Ajker Patrika

বানিয়াচংয়ে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২১: ৫০
বানিয়াচংয়ে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শুঁটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মজনু মিয়া (৪০) এবং একই গ্রামের নূরজাহান বেগম (৫০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত একজনের মরদেহ হবিগঞ্জ হাসপাতালে ও আরেকজনের মরদেহ বানিয়াচং রয়েছে। আহতদের বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুঁটকি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে উল্টো দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন নূরজাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মজনু মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত