Ajker Patrika

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০ 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০ 

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আজম আলী এবং কাছম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাঁদের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষ হয়। সালিস বৈঠকও হয়েছে। আজ শনিবার বিকেলেও বিরোধ মীমাংসায় তাঁরা সালিসে বসেন। তখন গ্রামের যৌথ কিছু সম্পত্তির আয়ের হিসাব নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

সংঘর্ষে আজম আলী মেম্বারের ভাতিজা ধলাই মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত