Ajker Patrika

ভিড় করে গয়না হাতিয়ে নিতেন তাঁরা, কারাগারে ২৭ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২১: ১৮
ভিড় করে গয়না হাতিয়ে নিতেন তাঁরা, কারাগারে ২৭ 

সিলেটের গোলাপগঞ্জ থেকে পুণ্যার্থীর ছদ্মবেশে শ্রীশ্রী চৈতন্য দেবের মন্দিরে হানা দেওয়া চোর চক্রের ২৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২৪ জন নারীই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা। আজ সোমবার গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব গোলাপগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘বড় বড় লোক সমাগমে চক্রের সদস্যরা ভিড় সৃষ্টি করে লোকজনের সোনা-রুপার গয়না ও অর্থ হাতিয়ে নেন। শ্রীশ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মন্দিরের বার্ষিক কীর্তনে এ রকম হতে পারে বলে আমাদের কাছে খবর ছিল। এ জন্য আমাদের একাধিক দল কাজ শুরু করে। প্রথমে আমরা একজনকে ধরতে সক্ষম হই। এরপর তাঁর দেওয়া তথ্যে বাকিদের গ্রেপ্তার করি। তাঁদের আরও কিছু সদস্য মাঠে আছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’ 

গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামের নারজিন বেগম (৩০), নাজমা বেগম (৩২), রিমা আক্তার (২৮), মহিমা আক্তার (৩৫), পপি বেগম (৩০), আয়েশা বেগম (৩৫), সুমি বেগম (৩০), বিলকিস বেগম (২৮), সুফিয়া বেগম (২২), শাহিদা বেগম (২৮), লুৎফা বেগম (২৫), নাজমা বেগম (৩০), রোকসানা বেগম (২৫), সালমা বেগম (৩৫), তাছলিমা বেগম (৩৫), রোজিনা বেগম (৩০), লাভলী আক্তার (৩৫), আছমা বেগম (৩৮), পারভিন বেগম (৩০), তাছলিমা আক্তার (৩৫), অনু আক্তার (৩০), আমেনা বেগম (৩০), ফুলচান বিবি (২৮), আছমা বেগম (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুহেল মিয়া, শাহিন আলম (২০) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাইদুল ইসলাম। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া আলামতের মধ্যে আছে স্বর্ণ সদৃশ ৯টি চেন, হাতের বালা ১ জোড়া, ৪ জোড়া চুড়ি, কানের ১৪ জোড়া দুল ও রুপা সদৃশ ৮টি চেন, নূপুর ৮টি, হাতের শাঁখা ৬টি এবং পরিবহনের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাস ১টি ও ৭টি মোবাইল ফোন।’ 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকেই আন্তজেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা পরস্পরের যোগসাজশে শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পুণ্যমেলায় চুরির উদ্দেশ্যেই আসেন এবং সুকৌশলে নিজেরা ভিড় তৈরি করে পুণ্যার্থীদের গয়না ও অর্থ হাতিয়ে নেন। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গোলাপগঞ্জ থানা-পুলিশ ঘটনা আঁচ করতে পেরে চুরির অপরাধের সঙ্গে জড়িত ২৪ জন নারী ও ৩ জন পুরুষকে আলামতসহ গতকাল রোববার গ্রেপ্তার করে। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত