Ajker Patrika

বাহুবলের ৭ ইউনিয়নে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৫
বাহুবলের ৭ ইউনিয়নে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ 

বাহুবল উপজেলার সাত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ জন। এরই মধ্যে তাঁদের নামের তালিকা জেলায় পাঠায় উপজেলা আওয়ামী লীগ। ষষ্ঠ ধাপে এই উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কাজ চলছে। 

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ১ নম্বর স্নানঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি মিয়া খান, সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, হারুন অর রশিদ, মনোরঞ্জন রায়, শশাঙ্ক দাশ ও প্রদীপ সূত্রধর। 

অন্যদিকে ২ নম্বর পুঁটিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান শামছুদ্দিন তারা, সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, মো. আব্দুল্লাহ, শাহ মাজেদুর রহমান শিপু, শামীম আক্তার সিদ্দিকী, ফজলে এলাহী লুলু, মো. সাহাবুদ্দিন, সফিউল আলম চৌধুরী স্বপন ও খন্দকার হিরা মিয়া। 

৩ নম্বর সাতকাঁপন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন—সাইকুল ইসলাম জমসের, নারায়ণ চন্দ্র পাল, শাহ আহমেদ আওলাদ, জালাল উদ্দিন, মো. আয়াত আলী, সৈয়দ এনামুল হক, সিরাজুল ইসলাম ও ফজলুল হক। 

৪ নম্বর বাহুবল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, আব্দুল মোছাব্বির শাহিন, অলিউর রহমান অলি, রিফাত ইসলাম মুরাদ, কামাল হোসেন চৌধুরী, মাহফুজ আলম চৌধুরী শাকিল ও আব্দুল গনি তালুকদার। 

৫ নম্বর লামাতাসি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, শফিকুল ইসলাম, মো. ফারুক মিয়া, সাইফুর রহমান জুয়েল ও মো. আবুল হাসিম। 

৬ নম্বর মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান মো. সাইফুদ্দিন লিয়াকত, মো. তারা মিয়া, আব্দুস সহিদ জিতু, মো. আসকার আলী, সৈয়দ আব্দুল গফফার, দেওয়ান নিয়াজ, আব্দুল মালেক মাদানী ও এ কে এম মিঠু আহমেদ কাদির। 

৭ নম্বর ভাদেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাবেক চেয়ারম্যান মো. মত্তছির মিয়া, প্রভাষক আফতাব উদ্দিন, হুমায়ুন রশীদ জাবেদ, সামিউল ইসলাম, আব্দুল আউয়াল মিন্টু, আলাউর রহমান সাহেদ, রাসেল আহমেদ ও জুনায়েদ আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত